কী লিখেছেন নেহা?
শেষ আপডেট: 15 April 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে বলিউডে ট্রেন্ডিং টপিক 'সিবলিং ডিভোর্স'। অমল মালিক ও আরমান মালিকের বিচ্ছেদ দেখেছে টিনশেল টাউন। দিন কয়েক আগে গায়িকা সোনু কক্করও এক পোস্টের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন বোন নেহা কক্কর ও ভাই সোনু কক্করের তিনি আর দিদি নন! নেহা চুপই ছিলেন এ যাবৎ। তবে অবশেষে এল তাঁর পোস্ট। যা খানিক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন নেহার ভক্তদের একটা বড় অংশ।
ভাই টনি কক্কর ও স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিন। প্লেনের বিলাসবহুল সিটে নিজেদের ছবি তুলেছেন নেহা। ক্যাপশনে লিখেছেন, "প্রিয় মানুষদের সঙ্গে ওড়ার আনন্দই আলাদা"। নেহার এই প্রিয় মানুষদের তালিকায় যদিও নাম নেই দিদি সোনুর। এর পরেই নেটিজেনদের প্রশ্ন, 'তবে কি সরাসরি না বলে ইঙ্গিতেই অনেক কিছু বুঝিয়ে দিলেন নেহা কক্কর?"
কী লিখেছিলেন দিদি সোনু? সামাজিক মাধ্যমে দিন তিনেক আগে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, "খুব কষ্টের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে আমি দুই গুণী গায়ক নেহা কক্কর ও টনি কক্করের দিদি নই। বড় ব্যথার জায়গা থেকে এ হেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মনটা আমার ভেঙে যাচ্ছে!"
যদিও সম্পর্ক ছিন্ন করার কারণ জানাননি সোনু। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে বলিউডে নিজেদের পরিচিতি বানিয়েছেন কক্কর ভাই-বোনেরা। তাঁদের বন্ডিংও ছিল দেখার মতো। সোনু সকলের চেয়ে বড়, এরপর টনি, সবচেয়ে ছোট নেহা। এতদিন সোনুই সকলকে আগলে রাখতেন। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে প্রতিটি জায়গায় তিন জনেই একসঙ্গে হাজির থাকতেন। তাঁদের সম্পর্কও যে ভাঙতে পারে এমনটা ভাবতেই পারেননি ভক্তরা। কারণ জানতে ইচ্ছুক সকলেই।