শেষ আপডেট: 23rd September 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: ফ্যাট থেকে ফিট। শরীর চর্চার প্রসঙ্গ উঠলে বর্তমানে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার নাম তালিকায় থাকছে। নেহা চিরকালই ফিট। কিন্তু কাজের ক্ষেত্রে অনেক সময়ই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
কখনও নায়িকার বন্ধু হয়েছেন, আবার কখনও নায়কের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু সেভাবে ইন্ডাস্ট্রিতে কখনওই নিজের জায়গা করে নিতে পারেননি। সেই নিয়ে অনেকবার প্রশ্ন উঠতেও এড়িয়ে গিয়েছেন তিনি। এবার এবিষয়ে মুখ খুললেন।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানাম, তিনি সাউথ ইন্ডাস্ট্রি থেকে অনেক অফার পেয়েছেন। কিন্তু বলিউড থেকে কেন কোনও প্রস্তাব তাঁর কাছে আসে না, সেটা তিনি বুঝতে পারেন না। এমনকি শেষ কবে তাঁকে বলিউডে অভিনয় করতে বলা হয়েছিল তাঁর মনে পরে না।
সম্প্রতি 'বলিউড হাঙ্গামা'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা ধুপিয়া বলেন, 'চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ পেতে তাঁকে ২২ বছর ধরে স্ট্রাগল করতে হয়েছিল। তার মধ্যে অনেক ছবি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। আর অনেক ছবি পায়নি। কিন্তু তারপরেও আমি বলিউডে সেভাবে জায়গা পাইনি কখনও।'
তিনি আরও বলেন, 'সুযোগ খোঁজার মধ্যে এবং কাজ চাওয়ার মধ্যে কোনও লজ্জা নেই। তবে, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর জানি না, যে কেন আমার কাছে কোনও কাজ আসে না। তবে আমি ইন্ডাস্ট্রিতে সত্যিই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর আগেও আমি এমন সময় দেখেছি। হাল ছাড়িনি কখনওই।'