শেষ আপডেট: 9th January 2025 22:05
বুধবারই প্রয়াত হয়েছেন সাংবাদিক-চলচ্চিত্র নির্মাতা প্রীতিশ নন্দী। তাঁর মৃত্যু নিয়ে যখন চারিদিকে শোক প্রকাশ করছেন তারকা থেকে সাধারণ, ঠিক তখনই বোমা ফাটালেন নীনা গুপ্ত। কোনও শোকপ্রকাশ নয়, মৃত্যুর পর শান্তিও নয়-- এমনটাই নিদান নীনার। কেন এত ক্ষিপ্ত অভিনেত্রী? উত্তর লুকিয়ে অতীতে।
প্রীতিশের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে একটি পোস্ট করেছিলেন অভিনেতা অনুপম খের। লিখেছিলেন, তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ অবদান প্রীতিশের।
আর ওই পোস্টেরই কমেন্টবক্সে নীনা লেখেন, "আপনি জানেন ও আমার সঙ্গে কী করেছে? ওকে আমি সকলের সামনে ****(লেখার অযোগ্য) বলতে বাধ্য হয়েছি। আমার মেয়ে মাসাবার বার্থ সার্টিফিকেট চুরি করে। তারপর তা ছেপে দেয়।"
এখানেই না থেমে নীনা আরও লেখেন, "তাই ওর শান্তিতে ঘুমোনো কোনও দরকার নেই। আমি যা বলছি, তার প্রমাণও আছে আমার কাছে।"
ভিভ রিচার্ডস ও নীনা গুপ্তার 'লাভ চাইল্ড' মাসাবা। কোনওদিনও বিয়ে করেননি ক্রিকেট তারকা ভিভ ও নীনা। ভারতে এসেছিলেন, নীনার প্রেমে পড়েন, নীনা গর্ভবতী হন। সে সময় দাঁড়িয়ে এই ঘটনা ছিল আলোচনার। আর সেই খবরই 'ফাঁস' করেন প্রীতিশ, দাবি নীনার। তাই এত বছর কেটে গেলেও প্রীতিশকে ক্ষমা করতে পারেননি নীনা, মৃত্যুর পরেও রয়েছে ক্ষোভ।