শেষ আপডেট: 11th January 2025 17:06
দ্য ওয়াল ব্যুরো: সময়টা আটের দশক। সে সময় 'সিঙ্গল মাদার' কয়নেজ এতটা জনপ্রিয় হয়নি। বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান! সমাজ সেই নারীকে 'একঘরে' করতে বিন্দুমাত্র সময় নিত না। এমনই এক সময় মা হয়েছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা।
ক্রিকেট তারকা ভিভ রিচার্ডস এসেছিলেন ভারতে। প্রেম হয় নীনার সঙ্গে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নীনা। সুযোগ বুঝে নিজের দেশে ফিরে যাওয়া নাকি পাশে থাকা? কী করেছিলেন ভিভ ? সাক্ষাৎকারে অকপট নীনা।
নীনার কথায়, "মা হচ্ছি প্রথম আবিষ্কার করি আমি। আনন্দে নাচছিলাম এমনটা কিন্তু নয়। তবে খুশি ছিলাম, কারণ ভিভকে ভালবাসতাম। ওকে ফোন করলাম। জানালাম সবটা। জিজ্ঞসা করলাম, বাচ্চাটা রাখতে চাও? যদি না চাও আমার কোনও সমস্যা নেই।" উত্তরে ভিভ কী বলেছিলেন তাও ভাগ করে নেন নীনা।
নীনা বলেন, 'ও শুনেই আমায় বলল, 'একদম গর্ভপাত নয়। বাচ্চাটা রাখতে আমার কোনও অসুবিধে নেই।' সবাই আমাকে বলেছিল, 'ওই টুকু ছোট্ট বয়সে একা একা কী করে সন্তানকে মানুষ করবে?' তবে ওই যে, মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়ে যায়। কারও কথা শুনিনি আমি। ঠিক করে ফেলি মা হব।"
আর ভিভ? তিনি ফিরে গিয়েছিলেন নিজের দেশে। নীনাকে বিয়ে করাও তাঁর পক্ষে সম্ভব হয়নি। আগে থেকেই বিবাহিত ছিলেন তিনি। সেই স্ত্রীও ডিভোর্স দিতে একেবারেই রাজি ছিলেন না। তবে নীনার সঙ্গে যে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ভিভ, এমনটা কিন্তু নয়। ক্ষীণ হলেও সংযোগ ছিল। মেয়েকে যদিও একা হাতেই মানুষ করেছেন নীনা। খেয়েছেন গলাধাক্কা। শুনতে হয়েছে গঞ্জনা। আজ জীবনের এতগুলো বছর পেরিয়ে আজ যদিও সব শান্ত। ৪৯ বছর বয়সে প্রথমবার বিয়ে করেন নীনা। মাসাবাও আজ মা হয়েছেন।