শেষ আপডেট: 28th January 2025 21:12
অরুণাভ বসু
দিন কয়েক ধরেই টেলিপাড়ায় চলছিল গুঞ্জন। শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে রুবেল দাস ও পল্লবী শর্মা অভিনীত ধারাবাহিক 'নিম ফুলের মধু'। তবে আর গুঞ্জন নয়, খবর পাকা।
আগামী মাসের মাঝামাঝিই শেষ হবে এই ধারাবাহিক। ভাবছেন তো, সদ্য বিবাহিত রুবেল কি এরপর কিছু দিন ব্রেক নেওয়ার কথা ভাবছেন?
একেবারেই নয়, আড়াই বছর ধরে চলা 'নিম ফুল' জার্নি শেষ হতেই তিনি ফিরছেন ধারাবাহিকে। নাম এখনও ঠিক না হলেও জানা যাচ্ছে, ওই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন মধুরিমা চক্রবর্তী। গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে বহুদিন আগেই পরিচয় ঘটেছে মধুরিমার। মডেলিং করেন চুটিয়ে। তবে ধারাবাহিকে অভিষেক এই প্রথম। নতুন এই জুটিকে দর্শক কতটা গ্রহণ করেন, এখন সেটাই দেখার।
২০২২ সালে পথচলা শুরু করেছিল 'নিম ফুলের মধু'। বাবু ও বাবুর মায়ের আইকনিক সংলাপ মন জয় করেছিল সকলের। সৃজন-পর্ণার রসায়নও ভাল লেগেছিল সকলের। তবে সব শুরুরই শেষ থাক। সেই নিয়ম মেনেই বিদায় নিচ্ছে এই ধারবাহিক। প্রসঙ্গত, দিন কয়েক আগেই শ্বেতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন রুবেল। বিয়ের চার দিনের মাথাতেই যোগ দিয়েছেন কাজে। শ্বেতাও কিন্তু বসে নেই। হাতে মেহেন্দি নিয়ে তিনিও জোরকদমে চালাচ্ছেন শুটিং।