শেষ আপডেট: 6th March 2025 20:35
চুক্তির বিয়ে নাকি ভেঙে গিয়েছে! বিয়ের মেয়াদ নাকি শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি। এও শোনা যাচ্ছে নতুন সম্পর্কে রয়েছেন হিরো। শুধু কি তাই? টলিপাড়ার অন্দরের 'গসিপ গ্রুপ'-এর এক অভিনেতার দাবি, হিরো নাকি সমকামী। সেই কারণেই বিয়েটা ভাঙছে আদপে। এতদিন চুপ ছিলেন, চুক্তির বিয়ে নিয়ে যখন চারিদিকে হইহই ঠিক তখনই দ্য ওয়ালে আনকাট নীল।
প্রায় ডজনখানেক ফোন এড়িয়েছেন এ কয়দিন। সংবাদমাধ্যম, মিম, ট্রোলিং চোখে পড়েছে তাঁর। তবু চুপ ছিলেন। ফোন তুলেই তাই নীলের বক্তব্য, 'কী হবে? সত্যিটা তো কেউ লিখবে না।" জনৈক সাংবাদিকের উদাহরণ দিয়ে ফের বললেন, "বলেছি এক লেখা হয়েছে আর এক।" খানিকক্ষণ থেমে ফের বললেন, "যারা চুক্তির বিয়ে, চুক্তির বিয়ে বলছেন, তাঁদের কাছে জানতে চাই, চুক্তিটা কোথায়? কেউ কি দেখেছেন? এই চুক্তির বিয়ে কী হয়? তা আমার জানা নেই। আগামী রবিবারও আমার আর তৃণার একসঙ্গে শুট রয়েছে। তবু কেন এই নিয়ে এত কথা? কর্মব্যস্ততার কারণে হয়তো আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে না, তার মানে তো এটা হতে পারে না আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে!"
নীল আরও বললেন, "একটা সংসারে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হতেই পারে। সব কিছুকে বিচ্ছেদের তকমা দিয়ে দেওয়া হলে তো মুশকিল। যারা রটাচ্ছে তাঁরাই বা কারা?" প্রশ্ন জাগে তাঁর মনে। এক ধারাবাহিকের মেকআপের আড্ডায় তাঁর 'সেক্সুয়াল ওরিয়েন্টেশন' হট টপিক ছিল দু'দিন আগে। তা নিয়ে প্রশ্ন রেখেছিল দ্য ওয়াল। নীল যেন শান্ত, অনেক স্থিতধী। বললেন, "যে মজা করে বলছিলেন, তাঁর নামটাও সামনে আসুক। কিন্তু আমি নিশ্চিত তিনি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলি বলবেন না। তাঁর সেই সৎ সাহস হবে না। তিনি যদি আমাকে এতটাই চেনেন, আমার প্রেফারেন্স নিয়ে এতটাই সরব হন কেন তাহলে পরিচয় গোপন রাখতে হচ্ছে তাঁকে। আমার তো সেই ব্যক্তির প্রেফারেন্স নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে।
তাঁদের ভালবাসার বিয়ে, এক ছাদের নিচে আজও থাকেন দু'জনে, এমনটাই দাবি নীলের। বিচ্ছেদ গুঞ্জনে ভাবিত নন, স্পষ্ট করলেন সে কথাও। বাকি 'গাঁয়ের লোক' প্রসঙ্গত আসতেই অকপট নীল, 'প্রেম করেছি সেটা জানিয়ে, বিয়েও ধুমধাম করে, যদি ভবিষ্যতে সম্পর্কে উথালপাতাল আসে তবে সেটাও সবাই জানবেন। বাকি, কুছ তো লোগ কহেঙ্গে... আমাদের কিচ্ছু যায় আসে না।"