Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Ahmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?কাজল-অনুব্রতকে নিয়ে আলাদা বৈঠকে ফিরহাদ! ফোন কল বিতর্কের জের নাকি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবন
Nawazuddin Siddiqui

নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটারে প্রদর্শিত হবে নওয়াজউদ্দিনের 'ম্যায় অ্যাক্টর নহি হু'

অভিনয়ের জগতে এক ব্যতিক্রমী কাহিনি নিয়ে তৈরি ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’ এবার জায়গা করে নিল লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। 

নিউ ইয়র্কের লি স্ট্রাসবার্গ থিয়েটারে প্রদর্শিত হবে নওয়াজউদ্দিনের 'ম্যায় অ্যাক্টর নহি হু'

নওয়াজউদ্দিন সিদ্দিকি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: অভিনয়ের জগতে এক ব্যতিক্রমী কাহিনি নিয়ে তৈরি ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’ এবার জায়গা করে নিল লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউটে। বলিউডের প্রতিভাবান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি মুখ্য চরিত্রে রয়েছেন। আদিত্য কৃষপালনির পরিচালনায় তৈরি এই ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৪ জুন, শুধুমাত্র এই প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য।

ছবিটি এর আগে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। এবার অভিনয়চর্চার কেন্দ্রস্থলে এই ছবির স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে নির্মাতাদের কাছে বড় সম্মান। ‘ম্যায় অ্যাক্টর নহি হুঁ’ একটি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর গল্প, যে জীবনের পরবর্তী পর্যায়ে এসে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে।

চিত্রাঙ্গদা সাতরূপা, নবীন কস্তুরিয়া, আয়ুশী গুপ্ত, ইয়াসির ইফতিখার খান, মীনাক্ষী অরুন্ধতী ও বিভাবরী দেশপাণ্ডে— ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রদর্শনীর পর এক সাংবাদিক সম্মেলন হবে, যেখানে উপস্থিত থাকবেন নওয়াজউদ্দিন ও পরিচালক আদিত্য কৃষপালনি। এ ছাড়া, অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন একটি বিশেষ মাস্টারক্লাস নেবেন।

পরিচালক কৃষপালনি জানিয়েছেন, “এই ছবিটি অভিনয়কে ঘিরে। তাই এমন একটি গুরুত্বপূর্ণ মঞ্চে পৌঁছনো আমাদের কাছে বিরাট ব্যাপার। আমরা শিল্পী হিসেবে প্রায়শই ভাবি ব্যাঙ্কারদের জীবন সহজ, কিন্তু আমি সেই ধারণাকেই চ্যালেঞ্জ করতে চেয়েছি।”
 


ভিডিও স্টোরি