শেষ আপডেট: 3rd January 2023 12:26
দ্য ওয়াল ব্যুরো: ছোট রোল (Small Roles) আর নয়। এবার গুরুত্ব বুঝে বড় চরিত্রে অভিনয় করতে চান বলে সাফ জানিয়ে দিলেন বলিউড (Bollywood) অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। একইসঙ্গে জানিয়ে দিলেন, কোটি কোটি টাকা দেওয়া হলেও আর ছোটখাটো রোলে তাঁকে পাওয়া যাবে না।
কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড নেই নওয়াজের। নেই সলমন খান-হৃতিক রোশনের মতো ফিজিকও। শাহরুখ-আমিরের মতো চকলেট বয় ইমেজও ছিল না কোনওদিন। তারপরেও শুধুমাত্র অভিনয়ের জোরে আজ নওয়াজ বি টাউনের সুপারস্টার। তিন খানের সঙ্গেই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি জানালেন, আর পিছনে ফিরে অতীত দেখতে চান না। এবার সামনের দিকে এগোতে হবে।
সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওয়াজ জানান, "ছোট চরিত্রে অভিনয় করার দিন শেষ। এখন আমায় কেউ ২৫ কোটি টাকা দিলেও আর ওরকম চরিত্রে অভিনয় করব না।
এরপর অভিনেতা আরও বলেন যে, "কঠিন পরিশ্রম করে এই খ্যাতি, টাকাপয়সা অর্জন করেছি। কোনও অভিনেতা যদি নিজের অভিনয়ের দিকেই বেশি জোর দেয়, তাহলে টাকা এবং খ্যাতি এমনিই তোমাকে ফলো করবে।"
মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী! চঞ্চল চৌধুরীর সঙ্গে রসায়ন কেমন জমবে, আসছে ‘পদাতিক’