শেষ আপডেট: 21st February 2024 19:01
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ফ্রেঞ্চ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে এসেছিলেন পরিচালক অনুরাগ কশ্যপ। সেখানে বাংলা ছবি নিয়ে তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে বেশিরভাগ মানুষই তাঁর পুরো কথা না শুনে মন্তব্য করেছেন। অনুরাগ বলেন, 'বাংলা সিনেমা চলবে কী ভাবে? বাংলা সিনেমা একেবারে 'ঘটিয়া'। একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র এভারেস্টের উচ্চতায় ছিল। হিন্দি ফিল্মের মানও পড়েছে। কিন্তু সেটা সেকেন্ড ফ্লোর থেকে নীচে পড়েছে। আর বাংলা ছবি এভারেস্ট থেকে নীচে পড়েছে। দুটোর পার্থক্য আছে।’
এবার হিন্দি ছবির মান নিয়ে প্রশ্ন তুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বললেন তিনি আর হিন্দি ছবি দেখেন না। কারণ তাঁর ইচ্ছে করে না। ইচ্ছে না করার কারণ জিজ্ঞেস করলে বলেন, 'আমরা গর্ব করে বলি ভারতে প্রায় ১০০ বছর ধরে হিন্দি ছবি বানানো হচ্ছে। কিন্তু এই ১০০ বছর ধরে একই ধরনের সিনেমা বানিয়ে চলেছি। তাই আমি সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছি। আমার ভালোই লাগে না।'
অভিনেতা হতাশ ভাবেই জানান, ‘সারা বিশ্বের প্রবাসী ভারতীয়রা হিন্দি ছবি দেখে কারণ তাঁরা এর মধ্যে দিয়ে দেশের সঙ্গে সংযোগ খোঁজার চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে এটাতে একঘেয়েমি এসে যাবে। হিন্দুস্তানি খাবার সর্বত্র প্রশংসা পায়, কারণ এর গুণগত মান ভালো। হিন্দি ছবিতে সে রকম গুণ কী আছে?... ছবিগুলোর মধ্যে কোনও গভীরতা নেই।' এই প্রথম নয় এর আগেও একাধিকবার বলিউড ছবি নিয়ে কড়া সমালোচনা করতে দেখা গিয়েছে নাসিরুদ্দিনকে।
তিনি আরও বলেন, 'হিন্দি ছবির এখনও আশা আছে। হিন্দি ছবিকে যদি ব্যবসার কথা না ভেবে বানানো হয় তাহলে হয়তো কিছু হলেও হতে পারে। কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এর আর কোনও সমাধান নেই। কারণ এই বড় বাজেটের সিনেমাগুলো হাজার হাজার লোকে দেখে। আর যতদিন এরকম ছবি তৈরি হবে, মানুষ দেখবেও। তাই যারা ভালো ছবি বানাতে চায় তাঁদের এমন ভাবে আজকের বাস্তবটা তুলে ধরতে হবে যাতে ফতোয়া জারি না হয় বা ইডি এসে দরজায় ধাক্কা না দেয়।'