শেষ আপডেট: 11th December 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাজনীতির অলিন্দে এ গল্প বহু পুরনো। লালকৃষ্ণ আডবাণী বহুবার এই গল্প ঘরোয়া আড্ডায় করেছেন। কখনও বা দলের কর্মিসভাতেও বলেছেন। জনসংঘের সময় থেকে অটল বিহারী বাজপেয়ী ছিলেন তাঁর পরমবন্ধু। দুজনে এক সঙ্গে পুরনো দিল্লিতে চাট খেতে যেতেন। এক সঙ্গে সিনেমাও দেখতে যেতেন। একবার ভোটে হেরে যাওয়ার পর, তাঁরা রাজ কাপুরের একটি ছবি দেখতে গিয়েছিলেন। সম্ভবত সেটি ছিল দিল্লির কনটপ্লেসের একটি প্রেক্ষাগৃহ।
এবার সেই গল্পই রাজ কাপুরের পরিবারকে শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ কাপুরের জন্মদিনে এবার চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে কাপুর পরিবার। সেই উৎসবে মোদীকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন সঈফ আলি খান, কারিনা কাপুর, রনবীর কাপুর, আলিয়া ভাটরা।
PM Modi shares his story after losing elections ???????? pic.twitter.com/U57khthxDo
— Rohit (@Iam_Rohit_G) December 11, 2024
মোদী তাঁদের বলেন, একবার দিল্লির ভোটে হেরে গেছিল জনসংঘ। সেই ভোটে হেরে যাওয়ার পর লালকৃষ্ণ আডবাণী আর অটল বিহারী বাজপেয়ী একটি সিনেমা দেখতে গিয়েছিলেন। ছবির নাম ছিল ‘ফির শুভা হোগি’। মোদী হেসে বলেন, ভোর তো হয়েছেই।
প্রধানমন্ত্রী আসলে বাজপেয়ী-আডবাণীর ইতিবাচক মনোভাবের কথা বোঝাতেই রাজ কাপুরের ছবির প্রসঙ্গ তোলেন। রাজ কাপুরের ‘ফির শুভা হোগি’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫৮ সালে। রাজ কাপুরের সঙ্গে সেই ছবিতে ছিলেন মালা সিনহা। সেই ছবি মুক্তি পাওয়ার ২২ বছর বাদে তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টি।
নতুন ভোরের ব্যাপারে অটল বিহারী বাজপেয়ীর কবিতাও রয়েছে। অন্ধেরা ছাটেগা, কমল খিলেগা...। সেই কবিতার লাইন বহু সভায় অনুষ্ঠানে বহুবার বলেছেন বাজপেয়ী।