শেষ আপডেট: 5th November 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: ডেলিভারি বয়ের পোশাকে বাইকে চেপে নিজের স্ত্রীকে নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ছবি আগেই সামনে এসেছিল। দেখা গিয়েছিল, আর পাঁচটা সাধারণ কর্মীদের মতোই রেস্তোরাঁর বাইরে লাইন দিয়ে অর্ডার নিচ্ছেন জোম্যাটোর সিইও দীপেন্দর গোয়েল। সেই খাবার স্ত্রী গ্রেসিয়া মুনোজকে সঙ্গে নিয়ে মানুষের হাতে হাসিমুখে পৌঁছে দিচ্ছেন তাঁরা।
ঠিক এক মাস আগের ঘটনা। গত ৫ অক্টোবর হরিয়ানার গুরুগ্রামের রাস্তায় তাঁদের ছবি সামনে এসেছিল। ঠিক মাস ঘুরতে না ঘুরতেই ডেলিভারির অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তা শেয়ার করলেন দীপেন্দর। তিনি জানিয়েছেন, ‘বিষয়টি খুবই উপভোগ্য ছিল। যখন আমরা খাবার ডেলিভারি দিচ্ছিলাম, তখন মানুষ আমাদের দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন। গ্রেসিয়াও অনেক মানুষের হাতে হাতে খাবার তুলে দিয়েছে। ওঁর দিকে অবাক চোখে তাকিয়ে থাকা ছাড়া কাস্টমারদের আর কিছুই করার ছিল না। খুবই মজা হয়েছিল।’
সম্প্রতি কপিল শর্মার শো-তে সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন জোম্যাটোর সিইও। সেখানেই কপিলের সঙ্গে বিষয়টি শেয়ার করেন দীপেন্দর। এদিনের অনুষ্ঠানে শুধু জোম্যাটোর সিইও নন, উপস্থিত ছিলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও তাঁর স্ত্রী সুধা মূর্তি। তাঁদের সম্পর্কের কেমিস্ট্রি নিয়েও একাধিক প্রশ্ন উঠে আসে।
৭৮ বছর বয়সি নারায়ণ মূর্তিকে প্রশ্ন করা হয় তিনি জানতেন সুধা তাঁর জন্য উপযুক্ত জীবনসঙ্গী হবেন? এ প্রসঙ্গে বিয়ের আগে অল্পবয়সি সুধার সঙ্গে দেখা করার প্রথম মুহূর্তের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘সুধা আমাদের বাড়িতে অনেকটা বিশুদ্ধ বাতাস বয়ে নিয়ে এসেছিল।’
কপিল এরপরই প্রবীণ দম্পতিকে প্রশ্ন করেন দীর্ঘ ৪৭ বছর ধরে বিবাহিত জীবন কাটানোর পর তাঁরা কী একই রকম মানুষ হতে শুরু করেছেন? নাকি দুজনেই ভিন্ন মেরুর? উত্তরে সুধা মূর্তি জানান, ‘আমি তাঁর মতো একজন ওয়ার্কহোলিক তৈরি হয়েছে।’
তিনি আরও জানিয়েছেন, আমি কখনই অভিযোগ করি না। আর আমি খুব খারাপ রান্না করলেও উনি কখনওই অভিযোগ করেন না। এরপরই ঠাট্টা করে মূর্তি বলেন, দেখুন আমার হাতের রান্না খেয়ে কেমন অবস্থা হয়েছে ওঁর।