নানা পাটেকর এবং তনুশ্রী দত্ত
শেষ আপডেট: 23 June 2024 12:29
দ্য ওয়াল ব্যুরো: গোটা বলিউডে ঢেউ তুলেছিল মি টু আন্দোলন। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শুটিংয়ের সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন নানা পাটেকর, দশ বছর আগের একটি ঘটনার অভিযোগ তুলে আচমকাই সরব হন তনুশ্রী। সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন নানা পাটেকর।
তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে সেই মামলা বন্ধ হয়ে যায়। সম্প্রতি নীরবতা ভেঙে সাংবাদমাধ্যমের সামনে সত্য প্রকাশ করলেন নানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আর সেই কারণেই তিনি কখনও রাগ করেননি। নানা পাটেকরের কথায়, "সবই যখন মিথ্যে, তখন আমি রাগ করব কেন? তাই আমি মাথা গরম করিনি। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই। আমার কি বলা উচিত ছিল যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি, আমি কিছুই করিনি।"
তনুশ্রী ২০১৮ সালে ভারতে মি টু আন্দোলন শুরু করেছিলেন। অভিনেত্রীর অভিযোগ, নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি ছবির শুটিংয়ের সময় তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। এমনকী তিনি মুখ খুলেছিলেন বলে নানা পাটেকরের ঘনিষ্ঠ রাজনৈতিক দলের একদল গুণ্ডা তাঁর গাড়ি ভাঙচুর করে, এমনও দাবি করেন তনুশ্রী। তবে কেবল নানা পাটেকর নয়, অক্ষয় কুমার এবং রজনীকান্তের বিরুদ্ধেও তোপ দেগেছেন নায়িকা।
তনুশ্রীর বক্তব্য ছিল, ঘটনাটি সবাই জানলেও কেউ এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি। সংবাদমাধ্যমও সব জেনেশুনেও চেপে গিয়েছিল। একটি বেসরকারি বিনোদন চ্যানেলে অভিনেত্রীর এই সাক্ষাৎকার সম্প্রচার হতেই বিতর্ক তৈরি হয়।