Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনা
Nana Patekar- Tanushree Dutta

'সবই যখন মিথ্যে...' তনুশ্রী দত্তকে শারীরিক হেনস্থার অভিযোগে অবশেষে মুখ খুললেন নানা পাটেকর

সম্প্রতি নীরবতা ভেঙে সাংবাদমাধ্যমের সামনে সত্য প্রকাশ করলেন নানা। 

'সবই যখন মিথ্যে...' তনুশ্রী দত্তকে শারীরিক হেনস্থার অভিযোগে অবশেষে মুখ খুললেন নানা পাটেকর

নানা পাটেকর এবং তনুশ্রী দত্ত

শেষ আপডেট: 23 June 2024 12:29

দ্য ওয়াল ব্যুরো: গোটা বলিউডে ঢেউ তুলেছিল মি টু আন্দোলন। ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শুটিংয়ের সময় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন নানা পাটেকর, দশ বছর আগের একটি ঘটনার অভিযোগ তুলে আচমকাই সরব হন তনুশ্রী। সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন নানা পাটেকর। 

তনুশ্রীর অভিযোগের ভিত্তিতে নানা পাটেকরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে সেই মামলা বন্ধ হয়ে যায়। সম্প্রতি নীরবতা ভেঙে সাংবাদমাধ্যমের সামনে সত্য প্রকাশ করলেন নানা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। আর সেই কারণেই তিনি কখনও রাগ করেননি। নানা পাটেকরের কথায়, "সবই যখন মিথ্যে, তখন আমি রাগ করব কেন? তাই আমি মাথা গরম করিনি। আর এ অনেক পুরনো কথা। আর এগুলি নিয়ে কথা বলারও প্রয়োজন নেই। আমার কি বলা উচিত ছিল যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি, আমি কিছুই করিনি।"

তনুশ্রী ২০১৮ সালে ভারতে মি টু আন্দোলন শুরু করেছিলেন। অভিনেত্রীর অভিযোগ, নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি ছবির শুটিংয়ের সময় তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। এমনকী তিনি মুখ খুলেছিলেন বলে নানা পাটেকরের ঘনিষ্ঠ রাজনৈতিক দলের একদল গুণ্ডা তাঁর গাড়ি ভাঙচুর করে, এমনও দাবি করেন তনুশ্রী। তবে কেবল নানা পাটেকর নয়, অক্ষয় কুমার এবং রজনীকান্তের বিরুদ্ধেও তোপ দেগেছেন নায়িকা। 

তনুশ্রীর বক্তব্য ছিল, ঘটনাটি সবাই জানলেও কেউ এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি। সংবাদমাধ্যমও সব জেনেশুনেও চেপে গিয়েছিল। একটি বেসরকারি বিনোদন চ্যানেলে অভিনেত্রীর এই সাক্ষাৎকার সম্প্রচার হতেই বিতর্ক তৈরি হয়। 


ভিডিও স্টোরি