শেষ আপডেট: 5th December 2024 12:05
দ্য ওয়াল ব্যুরো: সব বিতর্ক পেরিয়ে নয়া অধ্যায়ে পা রাখলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা। বুধবার সাত পাকে বাঁধা পড়লেন দু'জনে। রাত ৮টার শুভলগ্নে বিয়ে শুরু হয়েছিল। ৮ ঘণ্টা ধরে চলেছে বিয়ের রীতি। বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তাঁরা। সেই সব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে এদিন তাঁরা হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন।
সোশাল মিডিয়ায় বহু ছবির সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, নাগার হাতে মঙ্গলসূত্র পরতেই, শোভিতার চোখে জল আসে। তা দেখে আবেগঘন হয়ে পড়েন নাগাও। তারপরে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। সেখানে থাকা অথিতিরাও তা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
See their Happy Faces ????
— NagaChaitanya_Fan❤️ (@chay_rohit_fan) December 5, 2024
Lots of love towards both of them...
Happy married life ,????❤️ Anna & Vadina @chay_akkineni & @sobhitaD #ChaySo #NagaChaitanya #SobhitaDhulipala pic.twitter.com/4jPxAT4mjs
বিয়ের দিন রাজসিক সাজে ওঠেন নাগা-শোভিতা। বরের পরনে ঘিয়ে রঙের ধুতি, পাঞ্জাবি এবং উত্তরীয়। কনে সেজে উঠেছেন সোনালি রঙের শাড়িতে। চোখ ধাঁধানো গয়নায় মুড়ে রয়েছেন অভিনেত্রী। অতিথি তালিকায় ছিলেন অল্লু অর্জুন, রাম চরণ, নয়নতারা, মহেশ বাবুর মতো তারকারা।
ছেলের বিয়ের ছবি পোস্ট করে সুপারস্টার নাগার্জুন লিখেছেন, 'শোভিতা এবং চৈ একসঙ্গে নতুন অধ্যায় শুরু করল। তাঁদের এভাবে দেখাটা আমার জন্য খুবই স্পেশ্যাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ- কে অনেক শুভেচ্ছা। আমাদের পরিবারে প্রিয় শোভিতাকে স্বাগত জানাচ্ছি। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছ।'