‘একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন’,
শেষ আপডেট: 21st September 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: ‘নিঠুর মনোহর’ গানটার কথা মনে আছে? বাংলাদেশের তরুণ গায়ক ঈশান মজুমদারের গাওয়া সেই গান গত বছর দুই বাংলার মানুষের মন ছুঁয়ে গেছিল।
এবার ক্রমশই যেন তেমনই সীমানা ভাঙছে আরও একটি গান। বড় কথা হল, দুই বাংলাতেই এখন অশান্ত সময়। ওপার বাংলায় পুরোদস্তুর অশান্ত পরিস্থিতি। আর এপার বাংলায় আরজি করের ঘটনার পর মানুষের মন প্রতিবাদী ও ভারাক্রান্ত। এমন একটা সময়ে ফের দুই বাংলাকে আরও একবার এক সুতোয় গেঁথে ফেলছে একটি গান। সে গান যাঁরা এখনও শোনেনি, তাঁদের জন্য গানেরই কয়েকটা লাইন রইল নিচে।
একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন/উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন..
মুখের ভালোবাসা দেখাও, অন্তুর দিয়া বাসোনা
বন্ধু তোমার ভালো বাসার ধরণ ভালা না।
আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো/সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো..
বিষ খাওইয়া মারো আমার তিলে তিলে মাইরো না
বন্ধু তোমার ভালোবাসার ধরণ ভালা না
বিরহ আর প্রেমে ধোঁকা খাওয়ার গান বরাবরই মানুষের হৃদয়ের কাছাকাছি থাকে। সর্বকালে সব সময়েই তা হয়েছে। ৭৭ সালে মুক্তি পেয়েছিল সচিন ভৌমিকের লেখা হিন্দি ছবি ‘হাম কিসিসে কম নেহি’। রাহুল দেব বর্মনের সুরে সেই ছবির প্রতিটা গান ছিল সুপারহিট। তবু তার মধ্যে যেন অনন্য জায়গা করে নিয়েছিল মহম্মদ রফির গাওয়া ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গানটি।
নব্বইয়ের দশকে যখন আশিকি ছবি মুক্তি পায় তখন সেই অ্যালবামের সবকটি গান ছিল হিট। বড় কথা হল, আশিকির অ্যালবাম নতুন এক কন্ঠশিল্পীকে চিনিয়েছিল। যাঁর নাম কুমার শানু। কিন্তু সেই সময়েও ওই ছবির সব গানের মধ্যে একটা পাড়ায় পাড়ায় অল্প বয়সী ছেলেমেয়েদের কাছে প্রিয় হয়ে উঠেছিল.. ‘আব তেরে বিন জি লেঙ্গে হাম/ জহর জিন্দেগি কা পি লেঙ্গে হাম’। ওই বয়সটাই তো বিরহের, প্রেমে দাগা খাওয়ার।
আশিকির গানে যেমন জহর বা বিষের কথা বলা হয়েছে, বাংলাদেশের এ গানেও রয়েছে তেমনই কথা—' বিষ খাওইয়া মারো আমার তিলে তিলে মাইরো না’। অর্থাৎ এই তো সেই আবেগেরই কথা বলছে।
নতুন এই গানটির কথা ও সুর ঠিক কার তা অবশ্য স্পষ্ট নয়। তবে দেখা যাচ্ছে, তরুণ শিল্পী শিমুল হাসানের কন্ঠে এই গান বেশ জনপ্রিয় হয়েছে। আরও ভাল ব্যাপারে যে পুরোদস্তুর এই পল্লীগীতি তরুণ প্রজন্মের মধ্যে চাড়িয়ে গিয়েছে। বন্ধুদের আড্ডায় জমে যাচ্ছে সেই গান। তার পর সমাজমাধ্যমের হাত ধরে চলে এসেছে এই বাংলাতেও।
নতুন এই শিল্পী হাসান আবার বিরহের গানের জন্যই বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছেন। তা এতটাই যে ইউটিউবে বা গুগলে দেখা যাবে, অনেকেই সার্চ করে ‘শিমুল হাসানের কষ্টের গান’ দিয়ে। অর্থাৎ এ দেশে যেমন বলিউডের স্যাড সং সার্চের প্রবণতা রয়েছে। তেমনই প্রবণতা কাজ করছে শিমুলের গান নিয়েও।
তবে আপাতত সবকিছু ছাপিয়ে সুরে সুরে দুই বাংলাকে বাঁধছে এই গান—বন্ধু তোমার ভালবাসার ধরন ভালা না।