শেষ আপডেট: 7th December 2024 20:49
দ্য ওয়াল ব্যুরো: শীতের শহর মাতাতে কনসার্টের ছড়াছড়ি বর্ষ শেষে। দিলজিৎ দোসাঞ্জ দিয়ে শুরু হয়ে শেষ হবে সাহানা বাজপেয়ীতে। এদিকে আজ শহরে আসছেন ব্রায়ান অ্যাডামস। রবিবার অর্থাৎ ৮ ডিসেম্বর অ্যাকোয়াটিকায় কনসার্ট রয়েছে এই লেজেন্ডের। বর্ষশেষে এমন আর কী কী কনসার্টে ভাসবে বাঙালি? কোন কনসার্ট দিয়ে আপনি শেষ করতে পারবেন ২০২৪?দেখে নিন।
প্রতীক কুহার
১৪ ডিসেম্বর, ২০২৪ অ্যাকোয়াটিকাতেই কনসার্ট রয়েছে প্রতীক কুহারের। তাঁর গানে হারিয়ে যেতে পৌঁছে যেতে পারেন ওইদিন। টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে।
নীলস হফম্যান
২০ ডিসেম্বর, শুক্রবার ভিভাদা ক্রুসে পারফর্ম করবেন নীলস হফম্যান। টিকিটের দাম ৮৯৯ টাকা থেকে শুরু।
বি প্র্যাক
এই শীতে শহরের তাপমাত্রা বাড়াতে ওই দিনই অর্থাৎ ২০ ডিসেম্বর পিসি চন্দ্র গার্ডেনে আসছেন বি প্র্যাক। টিকিটের দাম শুরু ৬৯৯ টাকা থেকে।
লেভি নিওফেল্ড
২১ ডিসেম্বর ভিভাদা ক্রুসে পারফর্ম করবেন লেভি নিওফেল্ড। টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে।
অনুভ জৈন
অনুভ জৈন ও জেয়ডেন আসছেন ২১ ও ২২ তারিখ। অ্যাকোয়াটিকায়। টিকিটের দাম শুরু ৯৯৯ টাকা থেকে।
আরমান মালিক
ক্রিস্টমাসের মরশুমে ২৪ তারিখ অ্যাকোয়াটিকায় আসছেন আরমান মালিক। টিকিটের দাম ৫০০ টাকা থেকে শুরু।
করণ আহুজা
ক্রিস্টমাসের আগের দিন অর্থাৎ আরমান মালিক যখন একদিকে মঞ্চ মাতাবেন, তখন অন্যদিকে বিশ্ব বাংলা প্রাঙ্গণে আসছেন করণ আহুজা। টিকিটের দাম শুরু ৩৯৯৯ টাকা থেকে।
সুনীধি চৌহান
২৪ তারিখে বিশ্ব বাংলা প্রাঙ্গণেই আসছেন সুনীধি চৌহান। টিকিটের দাম শুরু ১৯৯৯ টাকা থেকে।
বেন বোহমার
বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ২৭ তারিখ আসছেন বেন বোহমার। টিকিটের দাম শুরু ২৫০০ টাকা।
বিসমিল কী মেহফিল
২৮ তারিখ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে কনসার্ট রয়েছে বিসমিলের। টিকিটের দাম শুরু ১৯৯৯ টাকা থেকে।