শেষ আপডেট: 31st October 2024 12:44
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে সলমনকে খুনের হুমকি দিয়ে মুম্বই ট্র্যাফিক পুলিশের কাছে আসে একটি ফোন। অভিনেতার প্রাণ বাঁচাতে চাইলে দেওয়া হোক ২ কোটি টাকা, জানানো হয় এমন দাবি। এই ঘটনায় এবার একজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
বুধবার সকালে ফোন পেয়ে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। রাতের মধ্যেই গ্রেফতার করা হয় বান্দ্রা ইস্টের আজাম মহম্মদ নামের এক ব্যক্তিকে। এই মর্মে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।
শুক্রবার সন্ধ্যায় প্রয়াত বাবা সিদ্দিকির ছেলে বিধায়ক জিশান সিদ্দিকির বান্দ্রার অফিসে একটি হুমকি বার্তা আসে। বিধায়কের অফিসের নম্বরে পাঠানো মেসেজে বলা হয়ে, সলমন খান এবং জিশান সিদ্দিকির জন্য বড় বিপদ অপেক্ষা করছে। দ্রুত ২ কোটি টাকা না দিলে তাঁদের প্রাণে মারা হবে।
ঘটনার তদন্তে নামে পুলিশ। মেসেজ যে নম্বর থেকে এসেছিল সেই নম্বরই ট্র্যাক করে এক ট্যাটু শিল্পীর সন্ধান মেলে। গুফরান নামের নয়ডার ওই ট্যাটু আর্টিস্টকে গ্রেফতার করা হয়। ভয় দেখিয়ে টাকা হাতানোই ছিল উদ্দেশ্য। জেরার পর এমনই জানায় পুলিশ।
১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে তাঁর ছেলে অর্থাৎ বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের সামনে খুন করা হয়। ঘটনার দায় স্বীকার করে জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য। জানা যায়, সলমন খানকে নিরাপত্তা দেওয়া ও সলমন ঘনিষ্ঠতা বাবা সিদ্দিকি টার্গেট হওয়ার অন্যতম কারণ।
তাঁর মৃত্যুর পর এমন সব হুমকি ফোন ও বার্তা আসায় কোমর বেঁধে তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।