
দ্য ওয়াল ব্যুরো: জাভেদ আখতারের করা মামলায় বিপাকে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁকে সতর্ক করল মুম্বইয়ের আদালত (Mumbai Court)। বলিউড (Bollywood) অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন জাভেদ আখতার। গত বছর থেকে নানা সময়ে নানা ভাবে সেই মামলায় হাজিরা এড়িয়েছেন কঙ্গনা। এবার তা নিয়েই কড়া নির্দেশ দিল আদালত।
আগামী ২০ সেপ্টেম্বর কঙ্গনা রানাউতকে আদালতে সশরীরের হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। কিন্তু এবারেও যদি কোনও অজুহাতে হাজিরা এড়ান কঙ্গনা তবে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে খবর।
সম্প্রতি কঙ্গনা রানাউতের থালাইভি ছবি মুক্তি পেয়েছে। এই ছবির জন্য প্রচারে বেড়িয়ে নানা ধরনের মানুষের সংস্পর্শে আসতে হয়েছে অভিনেত্রীকে। এদিন তাঁর আইনজীবী জানান, কঙ্গনার শরীরের করোনার কিছু উপসর্গ দেখা দিয়েছে। মেডিকেল রিপোর্ট দেখিয়ে আরও সাত দিন সময় চেয়েছেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে উপস্থিত থাকার কথাও জানিয়েছেন কঙ্গনার আইনজীবী।