শেষ আপডেট: 13th January 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: ন'য়ের দশকে ছোটপর্দায় এক অভূতপূর্ব ঝড় তুলেছিল মুকেশ খান্নার 'শক্তিমান'। ভারতীয় টেলিভিশনের প্রথম সুপারহিরো হিসেবে শিশু-কিশোরদের মন জয় করেছিলেন তিনি। জনপ্রিয়তার শীর্ষে থাকা মুকেশ খান্না আজ যতটা পরিচিত, ততটাই বিতর্কের কেন্দ্রবিন্দু। বিভিন্ন বলি-তারকাদের আচরণ নিয়ে কড়া মন্তব্য করতেই যেন তিনি পছন্দ করেন। এবার তিনি সরাসরি টেনে আনলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের নাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ খান্না জানিয়েছেন, একবার একটি বিজ্ঞাপনের শুটিং দেখার পর অমিতাভ তাঁর সম্পর্কে অপমানজনক কথা বলেছিলেন। মুকেশ বলেন, 'আমি একটি সুগন্ধী সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছিলাম। বিজ্ঞাপনে দেখানো হয়েছিল, সেই সুগন্ধী ব্যবহার করার পর সুন্দরীরা আমাকে ঘিরে ধরছে। এই বিজ্ঞাপন দেখে নাকি অমিতাভ বলেছিলেন, ‘বাবা! এ দেখি আমার নকল করে।’'
মুকেশ বলেন, 'এই কথাটা আমাকে জানিয়েছিলেন অমিতাভের এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি তখন তাঁর পাশেই ছিলেন। যদিও প্রথমে আমি এই কথা বিশ্বাস করিনি। উল্টে যিনি আমাকে জানিয়েছিলেন, তাঁকেই ধমক দিয়েছিলাম। কিন্তু সত্যি বলতে, সেই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল। আজও ভুলতে পারি না। ”
মুকেশ আরও জানান, এই কথাটি সংবাদমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। একবার এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন, 'অমিতাভের এমন মন্তব্যে কি তাঁর কেরিয়ারের ক্ষতি হয়েছিল? উত্তরে মুকেশ স্পষ্টভাবে ‘না’ বলেছিলেন। তিনি বলেন, 'অমিতাভের জন্য আমার কেরিয়ারে কোনও প্রভাব পড়েনি। এমনকী 'মহাভারত' আর 'শক্তিমান' করার পথে কোনও বাধা আসেনি। পরবর্তীতে অমিতাভের সঙ্গে বহুবার দেখা ও কথা হলেও এই প্রসঙ্গটি কখনও ওঠেনি।'