Latest News

‘মনোবল’ বাড়াতে গিয়ে উল্টে নিজেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন নুসরত জাহান

দ্য ওয়াল ব্যুরো: করোনার দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির আকারে নিয়েছে। দেশে একদিকে অক্সিজেনের আকাল অন্যদিকে বেডের ঘাটতি। আর এর মধ্যেই সাধারণ মানুষ, তারকা সকলেই এগিয়ে এসেছেন প্রত্যেকে প্রত্যেকের পাশে। সোশ্যাল মিডিয়ায় সৃজিত, পরম, শ্রীলেখা, স্বস্তিকা, সুদীপ্তারা এগিয়ে এসেছেন, ক্রমাগত অক্সিজেন, বেডের আপডেট দিয়ে চলেছেন নিজের প্রোফাইলে। এর মাঝেই ইন্টারনেটে করোনা সচেতনতা নিয়ে তেমন কোনও পোস্ট চোখে পড়ছে না নুসরত জাহানের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে।

অথচ টলিপাড়া সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে এমন সেলেবের তালিকাতে মিমির পরেই দু-নম্বরে ঠাঁই নুসরতের। আর তিনি শুক্রবার সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করে কঠিন সময়ে পজিটিভ থাকবার বার্তা দেন নুসরত। এতেই মেজাজ হারান নেটিজেনদের একাংশ।

গালে হাত দিয়ে আনমোনা হয়ে চেয়ারে বসে রয়েছেন নুসরত। কাঁচের জানালার বাইরে দূর দিগন্তে মন ভেসে গিয়েছে তাঁর, ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,” বিশ্বাস রাখো, তুমি তোমার বিশ্বাসের থেকেও বেশি সাহসী, তোমাকে যা দেখায় তার চেয়ে আরও বেশি শক্তিশালী তুমি এবং অবশ্যই তুমি ভীষণ স্মার্ট।” সঙ্গে জুড়ে দেন-আশা ও পজিটিভ ভালো এবং পজিটিভ থাকো-র মতো হ্যাশট্যাগ।

নুসরতের এই পোস্ট দেখেই চটেছেন নেটিজেনরা।নুসরতের এই ছবিতেই এক জনৈক লেখেন- “আপনার বায়োতে লেখা মানুষের প্রতিনিধি, কিন্তু স্টোরি বা ফিডে কোনও রকমের কোভিড সম্পর্কিত পোস্ট তো দেখছি না।” তবে এটা নতুন নয় এর আগেও তাঁর বিভিন্ন রকম কাজের জন্য সোশ্যাল মিডিয়াতে ট্রোলড হন। জনপ্রতিনিধি হিসাবেও তাঁর দায়িত্ব-কর্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে।

করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রকে বিঁধে একাধিক টুইট করলেও, সোশ্যাল মিডিয়ায় করোনা সচেতনতা নিয়ে সেভাবে সচেতনতা বৃদ্ধি করতে দেখা যায়নি নুসরত জাহানকে। সেই নিয়েই নায়িকার উপর চটেচেন অনেকে।

You might also like