শেষ আপডেট: 27th January 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: 'পাঠান' (Pathaan) নিয়ে যখন দেশজুড়ে হইহুল্লোড়, হলে হলে হাউসফুল শো, তখন এই ছবি নিয়ে প্রথম যিনি বিরোধিতা করেছিলেন, সেই বিজেপি (BJP) নেতা নরোত্তম মিশ্র (Narottam Mishra) কী বলছেন? এখনও যেখানে মধ্যপ্রদেশ, অসম, গুজরাতে ছবি প্রদর্শন নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেইসময় কেন চুপ মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি কি ছবি মুক্তির পরেও শাহরুখের (Shah Rukh Khan) সিনেমার বিপক্ষে? এবার সেই নিয়েই নিজের অবস্থান পরিষ্কার করলেন নরোত্তম মিশ্র।
গত ডিসেম্বরে 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' মুক্তির পর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল। সেই গানে গেরুয়া বিকিনি এবং স্বল্পবসনা দীপিকাকে দেখে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি এবং বেশ কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী দলের সমর্থকরা। সেসব দৃশ্য বাদ দেওয়া না হলে ছবি বয়কট করার হুঁশিয়ারিও দেওয়া হয়। রাজ্যে রাজ্যে শাহরুখকে নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পোড়ানো হয় খড়ের পুতুল।
তবে এসবই শুরু হয়েছিল মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্রের বক্তব্যের পরে। ঠিক কী বলেছিলেন এই গেরুয়া নেতা? সেইসময় তিনি বলেন, "জিহাদি শাহরুখ খানের নতুন সিনেমা পাঠানে গেরুয়া বিকিনি পরে নায়িকা গাইছেন বেশরম রং। এই দৃশ্যের মাধ্যমে আমাদের সনাতন ধর্মের অপমান করা হয়েছে। সিনেমা থেকে দৃশ্যটি বাদ দিতে হবে, নাহলে মধ্যপ্রদেশে পাঠান বয়কট করা হবে।"
মাঝে কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। সিনেমা থেকে বেশ কিছু দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ডও। এরপর হাজার হাজার বিতর্ক পার করে বুধবার মুক্তি পেয়েছে 'পাঠান'। যদিও সিনেমাটি থেকে ওই গেরুয়া বিকিনির দৃশ্যে এক সেকেন্ডও কাঁচি চলেনি। সেই নিয়েই মধ্যপ্রদেশে মুক্তি পেয়েছে ছবিটি। রমরমিয়ে গোটা দেশে ব্যবসা করছে শাহরুখের এই কামব্যাক ছবি। কিন্তু এতকিছুর মাঝেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন নরোত্তম মিশ্র।
এখন কী দাবি এই বিজেপি নেতার? বৃহস্পতিবার নরোত্তম মিশ্র বলেন, "আমার মনে হয় এখন আর ছবিটি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির কোনও প্রয়োজন নেই। যা যা বিতর্কিত ছিল, সেন্সর বোর্ড সেসব বাদ দিয়েই পাঠানকে মুক্তি দিয়েছে। ওদের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। তাই এখন আর কোনও অভিযোগ নেই শাহরুখের সিনেমার প্রতি।"
যদিও এর পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতও দেখছেন কেউ কেউ। সপ্তাহখানেক আগে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের নেতা-কর্মীদের সিনেমা নিয়ে অযথা বিতর্কিত মন্তব্য করতে নিষেধ করেন তিনি। তাঁর এই সতর্কবার্তার পরেই সাবধান হয়ে যান বিজেপি শিবিরের নেতারা। মনে করা হচ্ছে, সেই কারণেই 'পাঠান' নিয়ে আর নতুন করে কোনও মন্তব্য করতে রাজি নন নরোত্তম মিশ্র।
প্যারিসে 'পাঠান' রাজ! দেশের গণ্ডি ছাড়িয়ে উন্মাদনা ইউরোপেও, দেখুন ভিডিও