শেষ আপডেট: 23rd January 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে নয়-নয় করেও কাটিয়ে ফেলেছেন প্রায় দু'দশক। এই দীর্ঘ কেরিয়ারে তাঁকে সবথেকে বেশি জনপ্রিয়তা দিয়েছে 'নাগিন' সিরিয়াল। তিনি বি টাউনের বঙ্গতনয়া মৌনী রায় (Mouni Roy)। তবে অভিনয় ছাড়াও মৌনী যে কারণে একাধিকবার নজর কেড়েছেন, তা হল তাঁর ফিটনেস এবং ফ্যাশন (fashion)। বরাবর নিজের ছবি-ভিডিও পোস্ট করে দর্শকদের তাক লাগিয়ে দেন তিনি। এবার তিনি বিকিনি (bikini) পরে রীতিমতো চমকে দিলেন অনুরাগীদের।
রবিবার গোলাপি বিকিনি পরে তোলা নিজের বেশ কয়েকটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন মৌনী। গোলাপি বিকিনির উপর মানানসই রঙের শ্রাগ চাপিয়ে ছবিগুলি তুলেছেন তিনি। যা তাঁর অনুরাগী মহলে ঝড় তুলে দিয়েছে। সে ছবিগুলির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "বিমোহিত, বিরক্ত এবং বিভ্রান্ত- আমি কি?" মুহূর্তের মধ্যে সেই ছবিগুলি ভাইরাল হয়ে যায়।
মৌনীর স্বামী সুরজ নাম্বিয়ারও স্ত্রীর এই লাস্যময়ী আবেদনে সাড়া না দিয়ে থাকতে পারেননি। তিনি মন্তব্য করেন, "তোমার স্বামী খুবই ভাগ্যবান।" আদাহ খান, শমিতা শেট্টির মতো অভিনেত্রীর একাধিক বান্ধবীও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে মৌনীর সমালোচনাও করেছেন নেটিজেনদের একাংশ। একজন কটাক্ষ করে লেখেন, "নিজের শরীর নিজের স্বামীকে দেখান, সবাইকে না।" আর একজন মন্তব্য করেন, "বেচারির অবস্থা দেখো, নিজের লাইক-ভিউ বাড়ানোর জন্য কী না কী করতে হচ্ছে!"
সারেগামাপা চ্যাম্পিয়ন এই মেয়েটি আশ্চর্য প্রতিভা! তুমুল ভাইরাল এর গান