শেষ আপডেট: 27th August 2021 11:41
দ্য ওয়াল ব্যুরো: সাদা বালির সৈকতে ওড়নার মতো একটা কাপড় পেতে গা এলিয়ে শুয়ে রয়েছেন বাঙালি কন্যা। পরনে প্যাস্টেল নীল রঙের বিকিনি। নিম্নাঙ্গে সাহসি স্ট্রিং কাট, ঊর্ধ্বাঙ্গে বিকিনির উপর ছিমছাম ফ্রিল। দুইয়ের মাঝে দীর্ঘাঙ্গীর কোমর যেন পারফেক্ট আওয়ার গ্লাস। সঙ্গে মানানসই ভাবেই এলিয়ে পড়েছে চুল। পিছনে সবুজের সমারোহ, সামনে আবার খোলা একটি বই। বাঙালি কন্যার মন অবশ্য বইয়ে নেই, কোনও এক অজানা আবেশে চোখদুটি তাঁর বোজা। হয়তো উপভোগ করছেন সমুদ্রের বাতাস, বা হয়তো অনুভব করছেন নিজেরই সৌন্দর্য! তবে সে যাই হোক না কেন, ছবি দেখে বর্ষার মরসুমে উষ্ণতা চুঁইয়ে পড়ছে নিমেষে, অনুরাগী-ভক্তদের ফোনের স্ক্রিনে।
বাঙালি কন্যা মৌনি রায়ের এ ছবিটি অবশ্য নতুন নয়, কিছুদিন আগের। এ মাসের গোড়ায় মলদ্বীপে ছুটি কাটাতে গেছিলেন তিনি, তখনই তোলা এই ছবি। এখন আবার তিনি মিস করছেন সেই ভেকেশন ডেজ। তাই পুরোনো ছবিই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সঙ্গে ক্যাপশন, 'ডিজি ডিজি! থ্রোব্যাক! হেভেন! ব্লেসড!'
দেখুন মলদ্বীপে মৌনির আরও কিছু দুরন্ত ছবি। একাধিক হিন্দি সিরিয়ালে জনপ্রিয়তা পাওয়ার পরে মৌনি রায় এখন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন৷ অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে 'গোল্ড' ছবির মাধ্যমে বলিউডে অভিষেকও হয়েছে তাঁর। এর পরে করেছেন অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং৷ কানাঘুষো শোনা যায়, অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কও রয়েছে তাঁর, তবে এ নিয়ে কেউ মুখ খোলেননি এখনও।
সে যাই হোক, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মৌনি প্রতিদিন তাঁর নতুন ছবি এবং ভিডিও শেয়ার করতে থাকেন। অভিনয়ের পাশাপাশি মৌনি রায় নাচেনও দারুণ৷ মাঝেমধ্যেই তাঁর নাচের ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং তা বিপুল ভাইরাল হয়৷
কোচবিহারের মেয়ে মৌনি জন্মেছিলেন ১৯৮৫ সালের ২৮ সেপ্টেম্বর। তাঁর দাদু শেখরচন্দ্র রায় একজন সুপরিচিত থিয়েটার শিল্পী ছিলেন। মা মুক্তিও থিয়েটারেরই শিল্পী। তাই অভিনয় করার ইচ্ছে বরাবরই ছিল মৌনির। উচ্চমাধ্যমিকের পরে দিল্লিতে পড়তে যান কোচবিহার থেকে। কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে চলে যান মুম্বই। ছোটখাটো মডেলিং করতে করতে ২০০৭ সালে 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালে আত্মপ্রকাশ করেন। অংশগ্রহণ করেন নাচের প্রতিযোগিতাতেও। তার পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
দেখুন মৌনির আরও কিছু ছবি।