শেষ আপডেট: 31st January 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: গত ২৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ওনার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন। জানান ছোট ব্রেন স্ট্রোক হয়েছে ফারুকীর। তাই ভর্তি করতে হয়েছে হাসপাতালে।
ব্রেন স্ট্রোকের কথা অবশ্য প্রথমে বোঝা যায়নি। পরে সিটি স্ক্যান করার পর ডাক্তার জানান স্ট্রোকের কথা। তখনই ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
তবে ২৯ জানুয়ারি সোমবার বিকেলে বাড়ি ফিরেছেন পরিচালক। তাঁর স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানান ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারের কথা মতো চললে পুরোপুরি সুস্থ হবেন বলে জানিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ফারুকী ও তাঁর মেয়ের ছবি পোস্ট করে নুসরত লিখেছেন, '২৯ তারিখে মোস্তফা সরয়ার ফারুকীর একটা সিটিস্ক্যান হয়েছে। আলহামদুলিল্লাহ সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে, রিকভারি হচ্ছে। বাসায় নিয়ে আসার পরপরই ইলহামের সাথে খেলায় মজে গেছে মোস্তফা। অনেক দুর্বলতার মাঝেও সন্তানের প্রত্যেকটা খেলায় সায় দেওয়ার চেষ্টা করছে সে। বাবা মেয়ের এই ভালোবাসার ছবি না তুলে আর থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।'
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে পরিচালকের দান অনেক। দীর্ঘ ২৫ বছর ধরে ছবি নির্মাণ করেন। ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ এইগুলি ওনার উল্লেখযোগ্য কাজ। কিছুদিন আগে চরকিতে মুক্তি পায় ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবিটি। এই প্রথম উনি এই ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেন।