শেষ আপডেট: 28th March 2025 14:03
দ্য ওয়াল ব্যুরো: এখন তিনি প্রৌঢ়া, কিন্তু একসময় রূপে-গুণে মাতিয়েছেন রূপালি পর্দা। টলিউড থেকে বলিউড— সবখানেই তাঁর দাপুটে উপস্থিতি ছিল। ২৮ মার্চ সেই কিংবদন্তি অভিনেত্রী মুনমুন সেনের জন্মদিন। এবারের জন্মদিনটি বিশেষভাবে আবেগঘন, কারণ সম্প্রতি তিনি হারিয়েছেন তাঁর স্বামী ভারত দেব বর্মাকে। দুই জনপ্রিয় অভিনেত্রীর মা মুনমুন সেন— তাঁর বড় মেয়ে রাইমা সেন এদিন শেয়ার করলেন একগুচ্ছ পুরনো মুহূর্ত।
মায়ের জন্মদিনে নস্টালজিক ছবি পোস্ট রাইমার
উইকিপিডিয়া অনুযায়ী, ২৮ মার্চ ৭০ বছরে পা দিলেন মুনমুন সেন। মায়ের বিশেষ দিনে পুরোনো দিনের স্মৃতিচারণ করলেন রাইমা। ইনস্টাগ্রামে একটি ভিডিও কোলাজ শেয়ার করেছেন তিনি, যেখানে রয়েছে মুনমুন সেনের একাধিক দুর্লভ মুহূর্ত।
এই ভিডিওতে দেখা যাচ্ছে— মুনমুন সেনের তরুণী বেলার ছবি, দিদিমা সুচিত্রা সেনের সঙ্গে সমুদ্রসৈকতে বেড়ানোর মুহূর্ত, যেখানে বিকিনিতেও দেখা গেছে তাঁকে। পাশাপাশি, বাবা-মায়ের সঙ্গে রাইমা ও রিয়া সেনের শৈশবের কিছু স্নেহভরা মুহূর্তও ধরা পড়েছে সেখানে। বাবা-মায়ের একটি রোম্যান্টিক ছবিও শেয়ার করেছেন রাইমা।
ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, "শুভ জন্মদিন মাম। তোমায় খুব ভালবাসি।" রাইমার এই পোস্টে কমেন্ট করেছেন কোয়েল মল্লিক। লিখেছেন, "শুভ জন্মদিন মুনমুন মাসি। অনেক ভালবাসা নিও।" এছাড়াও অভিনেত্রী তানিকা বসু, পরিচালক সত্রাজিৎ সেন-সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রীকে।
View this post on Instagram
১৯৮৪ সালে ‘আন্দার বাহার’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন মুনমুন সেন। সাহসী চরিত্রে অভিনয় এবং অনবদ্য পর্দা উপস্থিতির জন্য তিনি ছিলেন চর্চার কেন্দ্রবিন্দু। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষার সিনেমায় তিনি কাজ করেছেন, নিজের অভিনয়গুণে আলাদা জায়গা তৈরি করেছিলেন। আজও তাঁর রূপ, অভিনয় ও ব্যক্তিত্ব অনুরাগীদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। জন্মদিনে তাঁকে শ্রদ্ধা ও ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁর কাছের মানুষরা!