শেষ আপডেট: 9th January 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: দুর্দান্ত অভিনব গল্প। 'মনপতঙ্গ' (Monpotongo, Mon patanga)। পরিচালক জুটির দ্বিতীয় এই ছবি তখনও সিনেমা হলে মুক্তি পায়নি। সেন্সরের ছাড়পত্র পাওয়াও বাকি। তার আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা প্যানোরামা বিভাগে সেরা হয়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকার পুরস্কার জিতে নেয় ছবিটি। শহরে 'মনপতঙ্গ' উড়ল, তবে তা বেশিদিনের জন্য নয়। মনখারাপ বহু সিনেপ্রেমীদের। তবে সুখবর দিলেন পরিচালকজুটি শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল ( Sharmistha maity, Rajdeep paul)। তা ছাড়াও শোনালেন ছবি নিয়ে এমন কিছু কথা, যা বলা হয়নি কোনওদিন।
দর্শকদের কৌতূহল ছবি নিয়ে বাড়ছে। এখনও বহু মানুষ শুনেছে ছবির কথা, তবে দেখা হয়নি। কারণ একাধিক সরকারি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি পরিচালক শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ‘মনপতঙ্গ’। দর্শকদের ‘সিনেতৃষ্ণা’ মেটাতেই ফের পর্দায় আসতে চলেছে ‘মনপতঙ্গ’। রি-রিলিজের দায়িত্ব নিয়েছেন অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু। কয়েক দিনের মধ্যেই সুখবর আসতে চলেছে জানালেন পরিচালকজুটি শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পাল।