Latest News

পাটের শাড়ি পরে ফোটোশ্যুট মনামীর, ‘গরিবের উরফি’ খুঁজে পেলেন ট্রোলবাজ নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: এথনিক হোক বা ওয়েস্টার্ন, নিত্যনতুন সাজে বরাবরই ফ্যাশন দুনিয়া মাতিয়ে রাখেন মনামী ঘোষ (Monami Ghosh)। এবার সোশ্যাল মিডিয়ায় তিনি ধরা দিলেন পাটের পোশাক (jute colection) পরে। এবছরের অন্যতম হিট গান ‘টাপা টিনি’-র সঙ্গে এই পাটের শাড়ি পরে আরও একবার নেচে নজর কেড়েছেন তিনি।

সদ্য শুরু হয়েছে ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি। এই সিজনেও বিচারকের আসনে রয়েছেন মনামী। এই শো-এরই গ্র্যান্ড ওপেনিংয়ে জুট কালেকশন পরে ছকভাঙা লুকে ধরা দিয়েছেন মনামী ঘোষ। তাঁর পোস্ট করা একটি ভিডিওয় দেখা গেছে, পাট থেকে তৈরি চট দিয়ে বানানো শাড়ি পরেছেন ও অভিনেতা। রয়েছে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজও। একইসঙ্গে ছবি পোস্ট করে পাটশিল্পীদের প্রতি শ্রদ্ধার্ঘ্যও জানিয়েছেন মনামী।

তবে মনামীর এই লুক যেমন নেটিজেনদের একাংশ পছন্দ করেছেন, তেমনই আবার ট্রোলবাজ নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি। অনেকেই মনামীর ছবিতে কমেন্ট করে লিখেছেন, ‘গরিবের উরফি জাভেদ’। কেউ কেউ আবার ‘বস্তা পরেছেন’ বলেও কটাক্ষ করেছেন তাঁকে। তবে এসব নোংরা মন্তব্য গায়ে মাখেননি মনামী। বরং তাঁর অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

You might also like