মোনালিসা ও পরিচালক সনোজ মিশ্র।
শেষ আপডেট: 31st January 2025 13:59
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তবে সে কথা যে এমন অক্ষরে অক্ষরে সত্যি হবে কুম্ভমেলায় এসে, তা স্বপ্নেও ভাবেননি মোনালিসা ভোঁসলে। এই মেলায় পাথরের মালা বিক্রি করতে এসেই রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন তিনি। সেই থেকে পা রেখেছেন বলিউডের দুয়ারেও। অতি সাধারণ এক মেয়ের এভাবে তারকা হয়ে ওঠার কাহিনিই এখন গোটা দেশে আলোচনার বিষয়।
কুম্ভ মেলায় তাঁর ধূসর চোখ এবং মিষ্টি হাসি সবদিক থেকে ক্যামেরায় বন্দি হতে থাকে। প্রায় প্রতিদিনই তাঁকে ঘিরে ক্যামেরার ফ্ল্যাশ আর অনুরাগীদের আবদার তাঁকে এক নতুন পরিচিতি এনে দিয়েছে। এর মধ্যে তাঁর চোখের ম্যাজিক এবং হাসি মুগ্ধ করেছে দর্শকদের, এমনকি ভিড়ের মধ্যে নিজেকে ঠেকাতে তিনি মাস্কও পরতে বাধ্য হয়েছেন।
এই আকর্ষণীয় চেহারা ও ভাইরাল হওয়া মোনালিসার জন্য সিনেমার দুনিয়া থেকেও ডাক এসেছে। শোনা গেছিল, তিনি এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন এবং আল্লু অর্জুনের 'পুষ্পা ৩' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
এবার জানা গেল, পরিচালক সনোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবিতে অভিনয় করবেন মোনালিসা। সনোজ মিশ্র, যিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালনা করেছিলেন, তিনিই এবার নতুন এই প্রকল্পে মোনালিসাকে কাস্ট করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসেই ছবির শুটিং শুরু হবে।
পরিচালক খোদ মোনালিসার মাহেশ্বরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন এবং সেখান থেকে ছবিও পোস্ট করেছেন।
কুম্ভ মেলায় ভাইরাল হওয়ার পর মোনালিসার জীবন বদলে গেলেও, তিনি মোটেই স্বস্তিতে নেই। তাঁর কথায়, 'লোকে আমার তৈরি মালার থেকে আমাকে নিয়েই বেশি আগ্রহী! ব্যবসা হচ্ছে না। আমি যেখানে যাচ্ছি, পেছনে লোকে দৌড়াচ্ছে। এই মেলা আমার সর্বনাশ করে দিল!'
এমনকি তাঁর পরিবারও এতটাই বিরক্ত হয়ে পড়েছে যে, তাঁকে কুম্ভ মেলা থেকে ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের খারগাঁও জেলার মাহেশ্বরে। পরিবারের একমাত্র উপার্জনকারী এই তরুণী লেখাপড়া করেননি, পাথরের মালা বিক্রিই ছিল তাঁর জীবিকা।
তবে অনেকেই প্রশ্ন তুলছেন, মোনালিসার জীবনে এই পরিবর্তন সত্যিই কি এক নতুন সূচনা, নাকি ভাইরাল হওয়ার মতোই কেবলই ক্ষণস্থায়ী আলো! তবে মোনালিসা যদি অভিনয়টা করতে পারেন, তাহলে তা বিনোদন জগতের নতুন চমক হতে পারে বলেই মনে করছেন অনেকে।