শেষ আপডেট: 22nd January 2025 00:36
দ্য ওয়াল ব্যুরো: কোচবিহারের দিনহাটা উৎসবে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। মঞ্চে গান শেষ করার পর অসুস্থবোধ করতে থাকেন তিনি। তড়িঘড়ি সেখান থেকে বের করে গায়িকাকে নিয়ে যাওয়া হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। উদ্বেগে অনুগামীরা।
জানা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। এদিন দিনহাটা সংহতি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেই গান করেন মোনালি। মঞ্চ মাতিয়ে গান শেষ করার পর অসুস্থ হয়ে পড়েন।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, কোচবিহারের ওই বেসরকারি হাসপাতালে গায়িকার চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়েছে।
এছাড়াও মোনালি ঠাকুরের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, সেসব ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।