শেষ আপডেট: 27th January 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: জাঁকজমক বার্থডে সেলিব্রেশন। এলাহি সব আয়োজন। ক্রিকেটার থেকে বলি তারকা, কে নেই সেই পার্টিতে। হবে না-ই বা কেন? কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) নাতনির জন্মদিন (Zanai Bhosle)! ২৩ বছরে পা রাখলেন জানাই ভোঁসলে। সেলফি কিংবা ফোটোশুটে ভরে ছিল সেই সন্ধে। জানাই বার্থডের ছবি পোস্টও করেছেন তাঁর ইনস্টা প্রোফাইলে।
ক্রিকেটার মোহম্মদ সিরাজের সঙ্গে একটি ক্যান্ডিড মুহূর্তের ছবি দ্রুত সবার নজর কেড়েছে। ছবিতে দু’জনের ঠোঁটেই হাসি, একে অপরের দিকে তাকিয়ে। অপলক। জানাই কালো সিকুইনড পোশাক পরেছিলেন, আর সিরাজ পরেছিলেন কালো টি-শার্টের সঙ্গে ম্যাচিং জ্যাকেট। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দু’জনের কথোপকথনের ছবিটি উস্কে দিয়েছে তাঁদের প্রেমের সম্পর্ককে এবং নেটিজেনরা জল্পনা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন একটাই সিরাজ-জানাই (Mohammed Siraj Dating, Zanai Bhosle) কি ডেট করছে?
View this post on Instagram
যখন সোশ্যাল মিডিয়ায় সিরাজ-জানাই জল্পনা তুঙ্গে ঠিক তখনই, তাতে জল ঢেলে দিলেন স্বয়ং জানাই। ডেকে ফেললেন সিরাজকে ‘ভাই’! ভাইরাল হওয়া ছবিটি নিজের স্টোরিতে শেয়ার করে জানাই, লেখেন, ‘আমার প্রিয় ভাই’। ট্যাগও করেন ক্রিকেটারকে। সিরাজও বোনের দেখাদেখি, ছবিটি পোস্ট করে লেখেন, ‘আমার বোনের মতো আর কোনও বোন হয় না। আমি ওকে ছাড়া, থাকতে পারব না। আমার বোন চাঁদ-তারাদের মতোই অনন্য।’
জানাইয়ের জন্মদিনের ছবিগুলোয় শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড, সুয়াশ প্রভুদেসাই সহ অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন। একটটি ছবিতে অভিনেত্রী-বিগ বস প্রতিযোগী আয়েশা খানের সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে জানাইকে। 'মুঞ্জ্যা' অভিনেতা অভয় ভার্মার সঙ্গেও দেখা গিয়েছে বার্থডে গার্লকে। জ্যাকি শ্রফ এবং আশা ভোঁসলেও উপস্থিত ছিলেন।
পেশাগত দিকে, আশা ভোঁসলের নাতনি শীঘ্রই 'দ্য প্রাইড অফ ভারত - ছত্রপতি শিবাজি মহারাজ' ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন। সন্দীপ সিংহের ছবিতে তাঁকে ছত্রপতি শিবাজি মহারাজের স্ত্রী, রানি সাই ভোঁসলের ভূমিকায় দেখা যাবে। জানাই একজন গায়িকা এবং নৃত্যশিল্পীও, এবং তার প্রথম একক 'কেহেন্দি হ্যায়' আজ অর্থাৎ ২৭শে জানুয়ারী মুক্তি পেতে চলেছে।