শেষ আপডেট: 7th May 2023 12:33
দ্য ওয়াল ব্যুরো: নেপোটিজম নিয়ে গত কয়েক বছর ধরেই উত্তাল বলি পাড়া। করণ জোহর থেকে শুরু করে বলিউডের অনেক হুজ'হু-ই নেপোটিজম চালানোর অভিযোগে বিদ্ধ হয়েছেন। কঙ্গনা রানাউত, আয়ুষ্মান খুরানারা বারবার সরব হয়েছেন এই পক্ষপাতিত্বের বিরুদ্ধে। তবে এবার একেবারে অন্য সুর শোনা গেল মিঠুন চক্রবর্তীর ছেলের মুখে (Mithun son Mahakshay Chakraborty denies nepotism)।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা মহাক্ষয় চক্রবর্তী স্পষ্ট বললেন যে আদৌ নেপোটিজমের কোনও অস্তিত্ব নেই বলিপাড়ায় (Mahakshay Chakraborty says nepotism does not exist)। প্রমাণ হিসেবে তিনি নিজের অবস্থানকেই তুলে ধরেন। কিন্তু কেন হঠাৎ নেপোটিজমের অভিযোগ নস্যাৎ করতে যুক্তি সাজালেন মহাক্ষয়?
তাঁর মতে, অভিনেতা মিঠুন চক্রবর্তী সুপারস্টার হওয়া সত্ত্বেও কখনওই সাহায্য করেননি নিজের ছেলেকে। দর্শকের কাছে বারবার প্রত্যাখ্যাত হলেও সেই সময়ে বাবা হিসেবে কখনওই কোনও রকম সুযোগ সুবিধা পাইয়ে দেননি মিঠুন। বরং নিজের লড়াই নিজেকেই লড়তে হবে এমন মন্ত্রই ছেলেকে দিয়েছিলেন ডিস্কো ড্যান্সার।
সেই সময়ে একের পর এক অডিশনে নিয়মিত বাতিল হতেন অভিনেতা মহাক্ষয়। টেলিভিশন থেকে ছবি কোনও ক্ষেত্রেই অডিশন দিতে বাদ রাখেননি মিঠুন পুত্র। কিন্তু কোনও ক্ষেত্রেই বিশেষ সুবিধা করে উঠতে পারছিলেন না তিনি।
মহাক্ষয়ের বক্তব্য যে এই ইন্ডাস্ট্রিতে ভাগ্যের জোর ছাড়া সফল হওয়া কঠিন। তাঁর মতে, অনেকেই নেপোটিজম নিয়ে অভিযোগ আনেন। তাঁদের উদ্দেশে অভিনেতার বক্তব্য যে তিনি শুধু নির্মাতাদের সঙ্গে দেখা করতে গিয়ে নিজের পরিচয় দিতেন। বাকি সাফল্যের ক্ষেত্রে পরিবারের কোনও অবদান নেই বলেই জানান অভিনেতা।
ফিল্মফেয়ারে সেরা অভিনেতা মিঠুন, বিতর্ক উড়িয়ে ফের ডানা মেলল 'প্রজাপতি'