শেষ আপডেট: 16th June 2023 14:45
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সেরা অভিনেতাদের তালিকা করতে বসলে উপরের দিকেই যার নাম আসবে, তিনি মিঠুন চক্রবর্তী। মুম্বইয়ের রাস্তায় ঘুরে ঘুরে, রাত কাটিয়ে আজ তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবার ‘মিঠুনদা’। যেভাবে দিনের পর দিন, মাসের পর মাস তিনি মুম্বইয়ে স্ট্রাগল করেছেন, তা নিয়ে লিখতে বসলে একটা উপন্যাস হয়ে যায়। সেই বর্ষীয়ান অভিনেতা আজ, শুক্রবার পা দিলেন ৭৩ বছর বয়সে। নিজের জন্মদিনের প্রাক্কালে সেই পুরনো দিনের কথা নিয়েই মুখ খুললেন মিঠুন। বললেন, ‘ইন্ডাস্ট্রি কখনও হেরোদের মনে রাখে না।’
নিজের প্রথম ছবি ‘মৃগয়া’তেই মিঠুন পেয়েছিলেন জাতীয় পুরস্কার। তারপরেও মুম্বইয়ে কেরিয়ার গড়তে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল তাঁকে। জুটেছিল লাঞ্ছনা, বঞ্চনা। তাতেও থেমে থাকেননি এই বঙ্গসন্তান। লড়ে গিয়েছেন নিজের মেজাজে। আর তাতেই ঘুরেছে ভাগ্যের চাকা। ‘ডিস্কো ড্যান্সার’ করে রাতারাতি তারকা বনে যান। কাশ্মীর থেকে কন্যাকুমারী— মিঠুনের নাচের তালে মাত হয়ে যায় তামাম ভারতবর্ষ। আর এরপর বাকিটা ইতিহাস!
অভিনেতা বলেন, “আমার কেরিয়ার তৈরির রাস্তায় গোলাপের পাপড়ি বিছানো ছিল না। বরং ছিল কাঁটায় ভর্তি। সর্বদা আমায় কোনও না কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যে যন্ত্রণা, সংগ্রামের মধ্য দিয়ে আমি এখানে পৌঁছেছি, তা অনেকেই পারে না। তবে এই জায়গায় টিকে থাকার জন্য আমায় প্রতিনিয়ত লড়াইও করতে হয়েছে। আমি শুধু বলতে চাই, যে আমি যদি এটা করতে পারি, তাহলে চেষ্টা করলে আপনিও পারবেন। এই ফিল্ম ইন্ডাস্ট্রি কখনওই পরাজিতদের মনে রাখে না। আপনি যদি সৎভাবে নিজের কাজ করতে পারেন, তবেই বেঁচে থাকবেন।”
মৃণাল সেনের ‘মৃগয়া’ (১৯৭৬) চলচ্চিত্র দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এই তারকা। এরপর হিন্দিতে ‘ডিস্কো ড্যান্সার’, ‘নিরাপত্তা’, ‘বক্সার’, ‘প্যায়ার ঝুকতা নাহি’, ‘অবিনাশ’, ‘প্রেম প্রতিজ্ঞা’, ‘জল্লাদ’, ‘অগ্নিপথ’-এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন মিঠুন। বাংলাতেও ‘এমএলএ ফাটাকেষ্ট’, ‘তুফান’, ‘যুদ্ধ’, ‘তিতলি’, ‘শুকনো লঙ্কা’র মতো একাধিক সুপারহিট এবং সমালোচকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছে দেবের বিপরীতে ‘প্রজাপতি’ ছবিতে। খুব শীঘ্রই হইচই ওটিটি চ্যানেলে আসবে তাঁর পরবর্তী কাজ ‘কাবুলিওয়ালা’।
ভিআইপি গাড়ির কালো কাচ পার করে মিঠুন চিনে নেবেন তো সেদিনের গৌরাঙ্গকে