
‘খালি পেটে ফুটপাথে ঘুমিয়েছি, একা একাই কাঁদতাম!’ শুরুর দিনের স্মৃতিচারণা মহাগুরুর
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে (Bollywood) বহিরাগতদের কী পরিমাণ স্ট্রাগল করে প্রথম সারির অভিনেতার তালিকায় নাম লেখাতে হয়, তার জলজ্যান্ত প্রমাণ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর ওই চোয়ালচাপা লড়াই, কঠোর পরিশ্রম অনুপ্রাণিত করেছে প্রজন্মের পর প্রজন্মকে। বাংলা থেকে গিয়ে বলিউডে কীভাবে রাজ করলেন তিনি, সম্প্রতি তারই স্মৃতিচারণা করলেন ‘ডিস্কো কিং’।
টিভিতে একটি রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে বসে জানালেন সেই স্ট্রাগলের দিনগুলির কথা। মিঠুন চক্রবর্তী বলেন, ‘শুরুতে দিনগুলিতে আমি যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, চাইবো না ওই পরিস্থিতির মধ্যে দিয়ে অন্য কেউ কোনওদিন যাক। আমার শ্যামলা গায়ের রঙের জন্য, বহিরাগত হওয়ার জন্য অনেক তাচ্ছিল্য সহ্য করতে হয়েছে। খালি পেটে ঘুমিয়েছি, ফুটপাথে শুয়ে একা একা কেঁদেছি- এমন দিনও গেছে।’
আর ঠিক এই কারণেই ‘মহাগুরু’ চান না যে ভবিষ্যতে কেউ তাঁর বায়োপিক বানাক। কিন্তু কেন? সেই প্রশ্নের জবাবও দিয়েছেন মিঠুন। বলেছেন, ‘আমি মনে করি, আমার জীবনের গল্প কাউকে প্রেরণা জোগাবে না। বরং অনেককেই মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানানোর জন্য আমি অমানুষিক পরিশ্রম করেছি। কিন্তু সেটা দেখলে অনেকেই কষ্ট পাবে। এই লাইনে আসতে চাইবে না আর।’
উল্লেখ্য, গত কয়েকবছর বড়পর্দা থেকে খানিকটা দূরেই ছিলেন মিঠুন চক্রবর্তী। তবে এখন একাধিক কাজ করছেন তিনি। এবছরের শুরুতেই হিন্দিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ করেছেন। ছবিটি সমালোচিত হলেও বক্স অফিসে অসাধারণ সাফল্য পেয়েছে। সঙ্গে মিঠুনের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। আবার বাংলাতেও নতুন ছবি করছেন তিনি। দেবের সঙ্গে অভিনয় করছেন ‘প্রজাপতি’ ছবিতে। যেখানে ৪৬ বছর পর তাঁর বিপরীতে অভিনয় করবেন মমতা শঙ্কর। চলতি বছর বড়দিনে মুক্তি পাবে ছবিটি।
ছবির শ্যুটিংয়ে প্রথমবার বিদেশযাত্রা অনির্বাণের, বক্স অফিস ভাগ্য কি ফিরবে অভিনেতার