শেষ আপডেট: 10th February 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: মিঠুনের ব্রেন স্ট্রোক হয়েছে খবর ছড়াতেই মুষড়ে পড়েন তাঁর ভক্তেরা। শ্যুটিং স্পট থেকে সরাসরি মিঠুন চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অভিনেতা সোহম চক্রবর্তী শনিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালে নিয়ে যান মিঠুনকে। তারপর থেকেই একের পর এক অভিনেতা-অভিনেত্রী মিঠুনকে দেখতে হাসপাতালে যান। তিনি কেমন আছেন, তা জানতে উতলা হয়ে ওঠেন মিঠুনের অনুরাগীরাও। বিকেলে হাসপাতালে যান দেবশ্রী, রাজ চক্রবর্তীরা। হাসপাতাল থেকে বেরিয়ে দেবশ্রী আশ্বাস দিয়ে বলেন মিঠুন ভাল আছেন। কথা বলতে পারছেন। তাঁকে জেনারেল বেডে শিফট করা হয়েছে।
মিঠুনের ব্রেন স্ট্রোক হয়েছিল কিনা সে নিয়ে সঠিক খবর পাওয়া যায়নি। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুন এখন ভাল আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ভয়ের কোনও কারণ নেই।
একদিকে রাজনৈতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, অন্যদিকে দাপিয়ে অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন ৭৩ বছর বয়সি অভিনেতা। এখনও তাঁর গলা কাঁপানো সংলাপে বুকে কাঁপুনি ধরে বইকি। এহেন দাপুটে অভিনেতার আচমকা অসুস্থ হওয়ার খবর শুনে স্বাভাবিকভাবেই চিন্তায় ছিলেন সকলে। শোনা গিয়েছিল শ্যুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে সহঅভিনেতা সোহম নিজে গাড়ি চালিয়ে মিঠুনকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন।
বিকেলের দিকে মিঠুনকে দেখতে হাসপাতালে যান তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি জানান মিঠুনকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেত্রী বলেন, “যখন খবর পাই মিঠুনদা অসুস্থ, খুব শকিং লেগেছিল। এখন তিনি বেটার আছেন। কথা বলেছেন। ভয় নেই।”
রাজ চক্রবর্তীও মিঠুনকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। তিনি জানিয়েছেন, মিঠুনের সুগার লেভেল বেড়ে গিয়েছিল। কোনওরকম ব্রেন স্ট্রোক হয়নি। সম্পূর্ণ সুস্থ আছেন মিঠুন। সম্ভবত আগামিকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। অভিনেতা সোহমের কথায়, “মিঠুনদার হঠাৎ শরীর খারাপ হয়েছিল। এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। ভাল আছেন।”