কেমন আছেন মিঠু?
শেষ আপডেট: 19th January 2025 19:52
নিজস্ব সংবাদদাতা: গত বছরের মাঝামাঝি সময়। জানা গিয়েছিল স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী। স্বামী সব্যসাচী চক্রবর্তী সে সময় জানিয়েছিলেন কেমোথেরাপি চলছে অভিনেত্রীর।
পর্দা থেকেও সাময়িক বিরতি নিয়েছিলেন সে সময়। হয়েছিল অস্ত্রোপচারও। গত বছর কালী পুজোর সময় পরিবারের সঙ্গে তাঁর এক ছবি এসেছিল সামনে। ওজন কমেছে, মাথার চুল উঠেছে... রংচঙে হেডলাইনে তা নিয়ে কত লেখালিখি। ঘুরেছে বছর, কেমন আছেন অভিনেত্রী? খোঁজ নিল দ্য ওয়াল।
ফোন ধরতেই সেই চেনা হাসি। গলার স্বরে ক্লান্তিভাবে উধাও। জানালেন ওজন বেড়েছে খানিকটা। শেষ হয়েছে কেমো-রেডিয়েশন। তবে টার্গেটেড থেরাপি চলছে। চলবে আরও কিছু মাস। বললেন, "আমাকে তো কেউ আর দমাতে পারবে না। সবই করছি। খাচ্ছি-দাচ্ছি, ঘুরছি-ফিরছি, সেলাই-টেলাই... কিছু বাদ নেই।"
রোগটা প্রথম দিকেই ধরা পড়েছিল তাঁর। চিকিৎসকেরাও চেষ্টার ত্রুটি রাখেননি। আর তারই ফলাফল মিঠুর পুনর্জন্ম। কে বলেছেন ক্যানসার মানেই 'নো অ্যানসার'? মিঠু বললেন, "ঠিক সময়ে ধরা পড়লে এই রোগ থেকে সেরে ওঠা এখন অসম্ভব নয়। এই দেখুন, আমি কত ভাল আছি। কেমোর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে ঠিকই। তবে ওই সব নিয়ে ভাবলে হবে না।"
বড় বৌমা ঋদ্ধিমা ঘোষের জন্মদিন ছিল সম্প্রতি। সেখানেও স্বমহিমায় হাজির তিনি। নাতি, স্বামী সব্যসাচী চক্রবর্তী, ছেলে গৌরব ও ঋদ্ধিমার বাবার সঙ্গে এক ফ্রেমে হাজির হয়েছিলেন সেই চেনা একগাল হাসিকে সঙ্গী করে। হেরে যাওয়া নয়, নতুন করে বাঁচছেন মিঠু, লড়াইয়ে সঙ্গী তাঁর গোটা পরিবার।