Latest News

ছেলেকে হারিয়ে আবেগঘন মিমি, সোশ্যাল মিডিয়ায় দিলেন পোস্ট, মুহূর্তে ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: সন্তানসম পোষ্য চিকুকে নিয়ে কয়েকদিন ধরেই চিন্তায় ছিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী। জানতে পেরে ছিলেন প্রাণের পোষ্য মারণরোগ ক্যান্সারে আক্রান্ত। তাই চিকিৎসা করাতে পোষ্যকে নিয়ে চেন্নাইও গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলনা। ক্যান্সার ছিনিয়ে নিল তাঁর প্রাণের ‘ছেলে’ চিকুকে। প্রিয় পোষ্যকে হারিয়ে রীতিমতো আবেগঘন হয়ে পড়েছেন মিমি।

শনিবার সন্তানসম পোষ্যকে কবর দিয়ে এসে দিলেন পোস্ট। চিকু সঙ্গে কাটানো একটি সুন্দর মুহূর্তের ছবি দিয়ে লিখলেন, ‘সমস্ত ব্যথা থেকে দূরে এবার শান্তিতে বিশ্রাম নে’। এমনকি চিকুর ফুলের মালা জড়ানো কবরের ছবিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ”তুই চলে গেলি। আমার একটা অংশ যেন চলে গেল। সমস্ত ব্যথা থেকে দূরে এবার শান্তিতে বিশ্রাম নে। মা তোকে ভালবাসে।” প্রিয় তারকার পোষ্যের মৃত্যুর খবর পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় সেটি। অনুরাগীরাও অভিনেত্রীর দুঃখে সমব্যাথী হন।

চিকুকে সুস্থ করে তুলতে বহু চিকিৎসকের কাছে ছোটাছুটি করেছেন মিমি। পরে পোষ্যকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে সেখান থেকে ফিরে তাঁর পোষ্য চিকু ভালো আছে বলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েও ছিলেন মিমি।

 

You might also like