শেষ আপডেট: 11th February 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল বড় ঘোষণা। মিমি চক্রবর্তী আসছেন 'ডাইনি' হয়ে। গত বছরের মাঝামাঝিই খবরটা এসেছিল যদিও। তবে এ দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মিমির জন্মদিনের দিন প্রকাশ্যে এল 'ডাইনি' মিমির ফার্স্ট লুক। হইচইয়ের তরফে সে খবর সামনে আসতেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় বেশ খুশি। কী লিখলেন তিনি?
শুভশ্রী লিখেছেন, 'লুকিং ফরওয়ার্ড' অর্থাৎ এই সিরিজ দেখার জন্য তিনি মুখিয়ে আছেন। পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। শুভশ্রীকে ভালবাসার ইমোজিও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে।
সে অনেক দিনের কথা। ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ কাহিনীতে। জল গড়িয়েছিল বহুদূর। বিনিদ্র রাত, রাজের কান্না, মিমির অন্য সম্পর্ক... সে সময় দীর্ঘদিন দখল করেছিল পেজথ্রির হেডলাইন। তবে এখন সব শান্ত। দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রী সংসার করছেন। অন্যদিকে মিমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত। প্রসঙ্গত, মিমির এই সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। সিরিজে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আগামী ১৪ মার্চ মুক্তি পাবে এই সিরিজ।
নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গেই পালন করছেন মিমি। রাত বারোটা বাজতেই কেক নিয়ে হাজির তাঁর কাছের মানুষেরা। আর এই জন্মদিনেই ফের একবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। 'প্যাসিভ অ্যাডপ্ট' করেছেন এক শারমেয় শাবককে।