শেষ আপডেট: 21st September 2023 15:02
দ্য ওয়াল ব্যুরো: একটা সময়ে টলি-পাড়ায় দীর্ঘদিন ধারাবাহিক (Mili) করার পরই ছবি বা সিরিজের দিকে পা বাড়াতেন অভিনেতারা (Kheyali Mandal)। তবে টলিপাড়ায় খুব দ্রুত বদলাচ্ছে সেই ছবিটা। নিন্দকেরা যতই বলুন বাংলা ধারাবাহিকের মান ক্রমেই নিম্নমুখী, দর্শককে নতুন ধরনের কনটেন্ট উপহার দিতে চেষ্টার বিরাম নেই নির্মাতাদের। সেই কারণেই ওটিটি থেকে ছবির জগতের একের পর এক অভিনেতাকে (Anubhab Kanjilal) ধারাবাহিকে এনে যেন চমক দিতে চাইছেন নির্মাতারা। সেই সঙ্গে টিআরপি-র লড়াইয়ের জেরেও বর্তমানে ধারাবাহিকগুলি এমনই একটা জায়গায় দাঁড়িয়ে যে ইঁদুর দৌড়ে সামান্য পিছিয়ে পড়লেই জায়গা হারাতে হচ্ছে ধারাবাহিকগুলিকে।
সোমবার স্টার জলসা এবং জি বাংলার দু'টি চ্যানেলেই রাত ৯টা থেকে আসছে দুটি নতুন ধারাবাহিক। একদিকে যেমন স্টার জলসার পর্দায় আসছে 'জল থইথই ভালবাসা' যেখানে প্রথমবার ছবি, ওটিটি থেকে মেগায় পা রাখলেন অনুষা বিশ্বনাথন তেমনই জি বাংলার ক্ষেত্রেও একই ছবি। সোহিনী সরকারের তুমুল জনপ্রিয় 'সম্পূর্ণা' ওয়েব সিরিজে দেওর রক্তিমের চরিত্রে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন অনুভব কাঞ্জিলাল। এবার ধারাবাহিকে দেখা যাবে অনুভবকে।
ইতিমধ্যেই 'মিলি'-র প্রোমো পর্দায় দেখেছেন দর্শকরা। সেখানে দেখা যাচ্ছে মা-হারা মিলি ছোট থেকেই ভালবাসা খুঁজে চলে। সেই ভালবাসা সে খুঁজে পেয়েছিল রাহুল রায় বর্মনের মধ্যে। তবে বিয়ের দিনই ঘটে অঘটন। বিয়ের মণ্ডপ থেকেই মিলিকে অপহরণ করা হয়। অর্জুন নামে এক ব্যক্তি মিলিকে অপহরণ করে। বিয়ের দিন মিলিকে অপহরণের জন্য মিলি তাঁকে দোষারোপ করলেও অর্জুন জানায় এই অপহরণ করে আসলে বড় বিপদের হাত থেকে সে বাঁচাল মিলিকে। কিন্তু কি সেই বিপদ? উত্তর জানা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর 'মিলি'র প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার পর।
ধারাবাহিকে মিলির চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী খেয়ালি মণ্ডলকে। এর আগে 'আলতা ফড়িং' ধারাবাহিকে একজন জিমন্যাস্টের ভূমিকায় দেখা গিয়েছিল খেয়ালিকে। সেই হিসেবে এটি হতে চলেছে খেয়ালির দ্বিতীয় ধারাবাহিক। এই মেগায় খেয়ালির হবু বর রাহুল রায় বর্মনের চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ ধ্রুবজ্যোতি সরকারকে। 'মিলি'তে ধ্রুবকে একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটির চরিত্রে দেখা যাবে। তবে সেই চরিত্রে যে থাকছে রহস্যের ছোঁয়া তা স্পষ্ট প্রোমো থেকেই। পাশাপাশি, ধারাবাহিকে প্রথমবার অ্যান্টি হিরো চরিত্রেই দেখা যাবে অনুভবকে।
‘কহো না প্যায়ার হ্যায়’ থেকে ‘ব্ল্যাক’, করিনা একাধিক সুপারহিট ছবি ছেড়েছিলেন, কেন জানেন?