শেষ আপডেট: 10th June 2023 08:06
প্রয়াত 'ব্রেকিং ব্যাড' তারকা, ৫২ বছর বয়সেই হার্ট অ্যাটাক মাইক বাতায়ের
দ্য ওয়াল ব্যুরো: সর্বকালের সেরা ওয়েবসিরিজের তালিকা যদি প্রকাশ করা হয় তবে তাতে অবশ্যই প্রথম দিকে তাকবে ব্রেকিং ব্যাড সিরিজের নাম। এই সিরিজ যারা দেখেছেন তাঁদের নিশ্চয়ই মনে আছে ম্যানেজার ডেনিস মার্কস্কির কথা। এবার প্রয়াত হলেন সেই ডেনিস মার্কস্কি ওরফে মাইক বাতায়ে।
মাত্র ৫২ বছর বয়সেই মৃত্যু হল এই অভিনেতার। ১ জুন মিশিগানে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে মৃত্যু হয় মাইকের। চিকিৎসকদের মতে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে অভিনেতার।
মাইকের আচমকা এমন মৃত্যুতে হতবাক তাঁর পরিজনরা। কখনওই হার্টের কোনও সমস্যা ছিল না মাইকের, এমনই জানাচ্ছেন তাঁরা। ফলে, কীভাবে ঘটল এমন দুর্ঘটনা তা বুঝতেই পারছেন না তাঁরা। আগামী ১৭ জুন শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার, এমনই জানানো হয়েছে মাইকের পরিবারের পক্ষ থেকে।
মাইকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তাঁর এজেন্ট আর্লিন থর্নটন। তাঁর কথায়, মাইক আর্লিনের সংস্থার অন্যতম প্রিয় গ্রাহক ছিলেন। অত্যন্ত হাসিখুশি স্বভাবের মানুষ ছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুতে শোকাহত সারা পৃথিবী জুড়ে মাইকের অসংখ্য অনুরাগী।
ব্রেকিং ব্যাড সিরিজের তিনটি পর্বে দেখা গিয়েছিল মাইককে। এই সিরিজ ছাড়াও 'আমেরিকান ড্রিমজ', 'ন্যারো প্লেস' এবং 'ডেট্রয়েট আনলিডেড' ছবিতেও দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতাকে।