Latest News

‘আমরা দেব-জিতের সিনেমা দেখব’, বায়না ধরেছে আন্তর্জাতিক খেতাব পাওয়া দুই শিশু

দ্য ওয়াল ব্যুরো: বড় পুরস্কার পাওয়ার আনন্দ নেই। বরং দেব-জিতের সিনেমা দেখতেই বেশি আগ্রহ দুই খুদের। নিজেদের অভিনয়ে আন্তর্জাতিক খেতাব জিতলেও তাদের চোখে নায়ক শুধুই দেব আর জিৎ। এই দুই খুদেরা হলো পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি ‘দোস্তজি’-র (Dostojee) মুখ্য অভিনেতা আশিক শেখ এবং আরিফ শেখ।

সম্প্রতি ‘২০২২ মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে প্রসূন চট্টোপাধ্যায়ের এই ফিচার ফিল্ম (Dostojee)। খেতাবটি পেয়েছেন ছবির প্রধান চরিত্রে অভিনয় করা দুই খুদেই। এশিয়ার তাবড় অভিনেতাদের পিছনে ফেলে সেরার পুরস্কার জিতে নিয়েছেন তাঁরা। এর পাশাপাশি বিশ্ব সিনেমা মঞ্চেও সাড়া ফেলেছে গ্রামবাংলার ছবি ‘দোস্তজি’।

মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুরের বাসিন্দা আশিক এবং আরিফ এতবছরেও গ্রামের বাইরে কোথাও পা রাখেননি। তবে বিশ্ব সিনেমা ঠিক খুঁজে নিয়েছে দুই রত্নকে। আর সুযোগ পেয়ে নিজেদের অভিনয় দিয়েই গোটা বিশ্বের মন জয় করেছে দুই বঙ্গসন্তান।

এদিন এত বড় পুরস্কার পাওয়ার পর তাদের অনুভূতি জানতে যোগাযোগ করা হলে দুজন বলেছে, ‘মালয়েশিয়া কোথায় সেটা আমরা জানি না। তবে প্রসূন দাদা বলেছে আমরা অনেক বড় একটা পুরস্কার পেয়েছি! সে কথা দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমাদের গ্রামে আসবে। আমরা বায়না ধরেছিলাম একসঙ্গে দেব আর জিতের সিনেমা দেখতে যাব। প্রসূনদাদা রাজি হয়েছে।’

গালভর্তি দাড়ি, হাতা গোটানো জামা পরে লন্ডনের রাস্তায় শাহরুখ! তাজ্জব নেটদুনিয়া

‘দোস্তজি’ (Dostojee) ইতিমধ্যেই প্রচুর আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে। যার মধ্যে রয়েছে ‘ইউনেস্কো’র ‘সিফেজ’ পুরস্কারও। জানা গেছে, মালয়েশিয়ায় মোট ছয়টি নমিনেশন পেয়েছিল এই ছবি। সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল লন্ডনের বিএফআই ফিল্ম ফেস্টিভ‌্যালে। এরপর এখনও অবধি বিশ্বের আঠারোটি দেশ ঘুরে সাতটি আন্তর্জাতিক পুরস্কার জয় করেছে এই ছবি।

নির্মাতারা জানান, ১৯৯৩ সালে মুম্বই হামলার প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই ছেলের বন্ধুত্ব ঘিরেই ছবির (Dostojee) গল্প আবর্তিত হয়েছে। পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের সেই ভয়ঙ্কর ঘটনাও ফুটে উঠবে ছবির মধ্যে। এমন এক কঠিন সময়ে সেই গ্রামের দুই বন্ধু পলাশ এবং সফিকুলের জীবন কোন খাতে বয়ে চলে, সেই নিয়ে তৈরি হয়েছে প্রসূন চট্টোপাধ্যায়ের সিনেমা ‘দোস্তজি’।

You might also like