শেষ আপডেট: 22nd December 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: বিচার চেয়ে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাড়ি লক্ষ্য করে পর পর ঢিল ছোড়া হয় রবিবার। হায়দরাবাদের একটি থিয়েটারে পুষ্পা ২ সিনেমা দেখার সময় পদপিষ্ট হয়ে এক মহিলা ভক্তের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় জেরেই এই কাণ্ড। রবিবার হায়দরাবাদের জুবিলি হিলসে আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির বেশ কয়েকজন সদস্য।
তাঁরা অভিনেতার বাড়িতে ভাঙচুর করে। ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে। তাঁদের জুবিলি হিলস থানায় নিয়ে আসা হয়। এই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না আল্লু অর্জুন। হামলার একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একদল লোক জোর করে বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এবং বাড়ির বাইরে রাখা ফুলের বিভিন্ন পাত্রও ভাঙছে।
এই ঘটনা প্রকাশ্যে আসার মাত্র এক ঘণ্টা আগে আল্লু অর্জুন তাঁর সোশাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে একটি বার্তা দেন। তিনি বলেন, 'আমার সব অনুরাগীদের অনুরোধ, যেন তাঁরা তাদের অনুভূতি সঠিকভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করেন। সোশাল মিডিয়া কিংবা ব্যক্তিগতভাবে, কোনও জায়গায় অশালীন বা অশোভন শব্দ ব্যবহার করবেন না। যদি কোনও ভুয়া প্রোফাইল থেকে কেউ আমার নাম নিয়ে এমন আচরণ করে, তবে তাঁর বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব।'
BREAKING: Stones PELTED at Allu Arjun's house????️ pic.twitter.com/tO4fAAPB26
— Manobala Vijayabalan (@ManobalaV) December 22, 2024
কেন অভিনেতার বাড়িতে হামলা চলে?
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে আল্লু অর্জুন পৌঁছানোর পরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে পদদলিত হয়ে এক মহিলার মৃত্যু এবং তাঁর ছেলে গুরুতর আহত হন। এই দুঃখজনক ঘটনার পর রবিবার আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালানো হয়। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা দাবি করেছেন, ওই মহিলার পরিবারের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা দিতে হবে। এই দাবি নিয়ে তাঁরা আল্লুর বাড়িতে আক্রমণ করেন।