শেষ আপডেট: 6th December 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ক্যামিও চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান থেকে সলমন খান সহ অনেক দক্ষিণী ফিল্মজগতের অভিনেতা। সেই তালিকায় রয়েছেন রজনীকান্ত থেকে প্রভাস। এসব তারকারা ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকারও বেশি পারশ্রমিক পান। কিন্তু এই তালিকায় আরও কয়েকজন বলিউড সেলেব রয়েছেন, যাঁরা মাত্র কয়েক মিনিটের জন্য ৩৫ থেকে ৪০ কোটি টাকা আয় করেন।
সেই তালিকায় কারা রয়েছে, তা দেখে নেওয়া যাক। আর কোন অভিনেতা কত মিনিট ক্যামিও রোলের জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন? ২০২২ সালে এসএস রাজামৌলির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আরআর’। এই ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা অজয় দেবগনকে।
সেই ছবিতে মোট আট মিনিটের দৃশ্যে অভিনয় করেন অজয়। বলিউড সূত্রে খবর, সেই সিনেমায় ক্যামিয়ো চরিত্রে অভিনয়ের জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। অর্থাৎ হিসেব বলছে ‘আরআরআর’ ছবিতে এক মিনিট অভিনয়ের জন্য ৪ কোটি টাকারও বেশি উপার্জন করেছিলেন অজয়। ফলে তালিকার শীর্ষে তাঁকে রাখাই যায়।
২০২২ সালে সঞ্জয় লীলা বনসলীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এই ছবিতেও অজয় ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন। জানা যায়, সেই ছবিতে অভিনয় করে ১১ কোটি টাকা আয় করেন অজয়। সেই ছবিতে অজয়ের সঙ্গে মোট ১৫ মিনিটের দৃশ্যে ‘আরআরআর’ ছবিতে অভিনয় করেন আলিয়া ভাট। তার জন্য তিনি ন’কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।
‘লাল সালাম’ নামক জনপ্রিয় তামিল ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করে ৪০ কোটি টাকা আয় করেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত। ১৬৩ মিনিটের এই ছবিতে রজনীকান্ত পর্দায় ছিলেন ৩০-৪০ মিনিট মতো। প্রতি মিনিট শুটিংয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে শুধুমাত্র একটি নাচের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় বলি অভিনেত্রী হুমা কুরেশিকে। বলিপাড়া সূত্রে খবর, ওই একটিমাত্র নাচের দৃশ্যে অভিনয় করে দু’কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন হুমা। এটাই হুমার এখনও পর্যন্ত ক্যামিয়ো রোলে সবচেয়ে বেশি পারিশ্রমিক বলে খবর বলিপাড়ার।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অতরঙ্গি রে’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সারা আলি খান এবং দক্ষিণী অভিনেতা ধনুষ। ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার। তার জন্য ২৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।