শেষ আপডেট: 27th January 2025 17:54
দ্য ওয়াল ব্যুরো: তিনি সুন্দরী, বুদ্ধিমতী এবং তাঁর ফ্যান-ফলোয়ারের সংখ্যা রীতিমতো চমকপ্রদ। এর সঙ্গে যোগ করুন বিশাল পারিশ্রমিক—একটি সিনেমার জন্য নেন ৪০ কোটি টাকা! সিনেপাড়া সূত্র অনুযায়ী, তিনিই বর্তমানে সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রী। বলুন তো, কার কথা বলা হচ্ছে? দীপিকা, আলিয়া, ঐশ্বর্যা বা ক্যাটরিনা নন, এই রেকর্ডের মালিক প্রিয়াঙ্কা চোপড়া।
বলিউডের প্রথম অভিনেত্রী হিসেবে ১ কোটি পারিশ্রমিকের গণ্ডি পেরিয়েছিলেন তিনি। তাঁর পথ ধরেই বলিউডে নায়িকাদের পারিশ্রমিক বাড়ানোর ধারাটি শুরু হয়। শুধু বলিউডেই নয়, প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন। ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা হলিউডের ছবিতে প্রতি ফিল্মে ৪০ কোটি টাকা (প্রায় ৫ মিলিয়ন ডলার) পারিশ্রমিক নেন। 'অ্যামাজন প্রাইম'-এর সিরিজ 'সিটাডেল'-এর জন্য তিনি এই বিশাল অঙ্ক নিয়েছিলেন।
ভারতে যদিও এই পারিশ্রমিক কিছুটা কম। বলিউডে তিনি প্রতি ছবির জন্য ১৪-২০ কোটি টাকা নিয়ে থাকেন। ২০১০ সাল পর্যন্ত প্রিয়াঙ্কার একাধিক সুপারহিট ছবির দৌলতে বলিউডে তার দাপট ছিল অপ্রতিরোধ্য। 'বরফি', 'ম্যারি কম', 'বাজিরাও মস্তানি', এবং 'দিল ধড়কনে দো'-এর মতো ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি।
এরপর তিনি হলিউডে পাড়ি দেন এবং ২০১৭ সালে তার প্রথম হলিউডি ছবি 'বেওয়াচ' মুক্তি পায়। ছবিটি বিশাল হিট করে। এরপরে 'আ কিড লাইক জেক', 'ইসনট ইট রোম্যান্টিক', 'উই ক্যান বি হিরোস', 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশন', এবং 'লাভ এগেইন'-এর মতো ছবিতে অভিনয় করেন।
বলিউডে প্রিয়াঙ্কার পরেই পারিশ্রমিকের দিক থেকে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। যিনি প্রতি ছবির জন্য ১৫-৩০ কোটি টাকা নেন। কঙ্গনা রানাওয়াত ও ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক ২৫ কোটি করে। আর আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, এবং ঐশ্বর্যা রাই বচ্চনের পারিশ্রমিক ১০-২০ কোটির মধ্যে। তবে প্রিয়াঙ্কা চোপড়া শুধু ভারতীয় চলচ্চিত্র জগতের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।