শেষ আপডেট: 9th March 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: তাঁর মিষ্টি হাসিতে আজও মজে পুরুষ-মন। গালের টোলে আটকে কত সহস্র হৃদয়। একসময় বলিউড কাঁপিয়েছেন তিনি। আজ অভিনয় থেকে খানিক দূরে থাকলেও মেনস্ট্রিমে ফেরার কথা খুব শীঘ্রই। এ হেন নায়িকার বাবা ছিলেন খ্রিস্ট ধর্মাবল্বী। মা ছিলেন হিন্দু। এ দিকে তিনি ব্যবহার করেন মুসলিম পদবী। কিন্তু কেন? কথা হচ্ছে দিয়া মির্জার। তাঁর এই পদবী ব্যবহার করার নেপথ্যে রয়েছে এমন কিছু কারণ যা জানলে আবেগপ্রবণ হয়ে যেতেই পারেন আপনি।
দিয়ার যখন মাত্র ৪ বছর বয়স তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তাঁর বাবার পদবী ছিল হ্যান্ডরিচ। দীর্ঘ সময় অবধি নিজের পদবী হ্যান্ডরিচই ব্যবহার করতেন দিয়া। ৯ বছর বয়সে মারা যান তাঁর বাবা। মা আবার বিয়ে করেন। দিয়ার সৎ বাবার নাম আহমেদ মির্জা। ওই ছোট্টবেলা থেকেই দিয়াকে ভালবাসায় ভরিয়ে দিতে শুরু করেন দিয়া।
তাঁর কথায়, "বড় হচ্ছিলাম। বুঝতে পারলাম সৎ বাবা নয়, উনি আমার নিজের বাবার চেয়ে কোনও অংশে কম নয়। এতটাই ভালবাসতেন। তাই যখন মিস ইন্ডিয়ায় অংশ নিলাম, নিজের ইচ্ছাতেই হ্যান্ডরিচ পদবী সরিয়ে মির্জা পদবীকে আপন করে নিলাম।" দিয়া জানিয়েছেন ধর্ম পরিবর্তনের কোনও ঘটনা ঘটেনি। সৎ বাবার প্রতি ভালবাসা থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি।
কিন্তু হায়! দিয়ার তখন মাত্র ২৩ বছর। মারা যেন আহমেদ মির্জাও। মুষড়ে পড়েন অভিনেত্রী। তাঁর কথায়, "একই জীবনে দুই দুই বার বাবা হারিয়েছিল। ভীষণ কষ্ট পেয়েছিলাম সে সময়।
দিয়ার ব্যক্তিগত জীবনেও একসময় এসেছিল উথালপাথাল। ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে তাঁর বিয়ে ভাঙে ২০১৯ সালে। ঠিক দুই বছর পর আবার নতুন করে ভালবাসা খুঁজে পান দিয়া। বিয়ে করেন বৈভব রেখিকে। তাঁদের এক সন্তান রয়েছে।