মাসাবা গুপ্তা ও সত্যদীপ মিশ্র
শেষ আপডেট: 19 April 2024 08:56
দ্য ওয়াল ব্যুরো: গত বছর জানুয়ারি মাসে চার হাত এক হয় অভিনেতা সত্যদীপ মিশ্র এবং মায়ানগরীর পোশাকশিল্পী মাসাবা গুপ্তার। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই ঘরে আসছে নতুন অতিথি। সেই খবরই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে জানালেন হবু মা। মোট তিনটি ছবি পোস্ট করে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন মাসাবা ও সত্যদীপ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি, দ্বিতীয় ছবিটি মাসাবা এবং সত্যদীপের আদলে বানানো পাশাপাশি দুটি ইমোজি এবং শেষের ছবিটিতে দেখা যাচ্ছে স্বামী সত্যদীপের ঘাড়ে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছেন মাসাবা। ক্যাপশনে লেখা, ‘দুটো ছোট্ট পা এগিয়ে আসছে আমাদের জীবনের দিকে। আপনারা ভালবাসা ও আশীর্বাদ জানান।‘
View this post on Instagram
দুজনের প্রথম পরিচয় হয় ওয়েব সিরিজ 'মাসাবা মাসাবা'র সেটে। মাসাবার ব্যক্তিগত জীবনের টুকরো টুকরো কাহিনিই ছিল এই সিরিজের গল্প। মাসাবার বিপরীতে তাঁর প্রাক্তন স্বামীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই সত্যদীপ মিশ্রকেই। পর্দায় সত্যদীপের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও ব্যক্তিগত জীবনে সত্যদীপেরই হাত ধরেছেন মহানগরীর নামজাদা পোশাকশিল্পী। মাসাবার মা বলিউডের শক্তিশালী অভিনেত্রী নিনা গুপ্তা এবং বাবা ক্রিকেট কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস।
খুশির খবর পেয়ে মাসাবার মা নিনা গুপ্তাও ইন্সটাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে জামাইকে। মেয়ে জামাইয়ের একটা সুন্দর ছবি পোস্ট করে লিখেছেন, আমার বাচ্চার বাচ্চা অতে চলেছে, এর থেকে খুশির খবর আর কী হতে পারে।'
View this post on Instagram
বাবা মা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে অত্যধিক সফল হলেও ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে নিনা গুপ্তার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কম বক্রোক্তি শুনতে হয়নি মাসাবাকে। কিন্তু বরাবরই মাসাবা এই নিয়ে কোনও সংকোচ প্রকাশ করেননি। পেশা হিসেবে বেছে নিয়েছেন ফ্যাশন ডিজাইনকেই। নিজস্ব পরিশ্রম এবং সাফল্যের জোরে সপাটে উত্তরও দিয়েছেন সোশ্যাল মিডিয়ার আড়ালে লুকিয়ে থাকা ব্যক্তিগত জীবনে নাক গলানো নীতি নির্ধারকদের। আজ ফ্যাশন জগতের অন্যতম নাম মাসাবা গুপ্তা। তৈরি করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ডও। এর আগে মা নিনা গুপ্তার চাপে পড়েই বিয়ে করতে হয়েছিল তাঁকে তবে সেই বিয়ে ভেঙে যায় ২০১৯ সালে। তিনবছর পরে মনের মানুষের সঙ্গে সংসার বাঁধেন তিনি। এবার তাঁদের ঘরেই আসতে চলেছে নতুন সদস্য।