শেষ আপডেট: 5th August 2023 05:26
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন অভিনেতা মার্ক মার্গোলিস (Mark Margolis Dies)। মার্কিন টিভি সিরিজ 'ব্রেকিং ব্যাড'-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হেক্টর স্যালাম্যাঙ্কার (Hector Salamanca) ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরে 'বেটার কল সল'-এও অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মার্ক ব্রেকিং ব্যাডে হেক্টর স্যালাম্যাঙ্কার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন (Breaking Bad Actor death)। হেক্টর যৌবনে ছিল মেক্সিকোর কুখ্যাত মাদক মাফিয়া। পরে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের লোকজনের ষড়যন্ত্রে শরীরে বিষক্রিয়া হওয়ার পর থেকেই স্ট্রোকে আক্রান্ত হয়ে হুইলচেয়ারে বন্দি হয়ে পড়ে সে। সারা শরীর নাড়ানোর ক্ষমতা না থাকলেও তার চেয়ারের সঙ্গে লাগানো থাকত একটি ঘণ্টি, সেটি বাজিয়েই লোকজনকে ডাকত সে। নাকে নল, শরীর আটকে চাকা লাগানো চেয়ারে, তার মধ্যেই শুধু চোখ আর মুখের এক্সপ্রেশন দিয়ে দুরন্ত অভিনয় করেছিলেন মার্ক। তাঁর অভিনয় দক্ষতাতেই হেক্টর টিভির ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রয়ে গেছে। ২০১২ সালে সেই অভিনয়ের জন্য এমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
ব্রেকিং ব্যাড ছাড়াও বিভিন্ন সিনেমায় দেখা গেছে মার্ককে। 'স্কারফেস', 'এস ভেঞ্চুরা', 'পেট ডিটেকটিভ', 'ব্ল্যাক সোয়ান' ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় সিনেপ্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রেকিং ব্যাডে তাঁর সহ অভিনেতা ব্রায়ান ক্র্যানস্টন, এবং বব ওডেনকার্ক।
‘রক্তবীজ’-এর মতো পোস্টার বাংলা ছবিতে প্রথম, কী বললেন শিবপ্রসাদ এবং পোস্টার ডিজাইনার একতা