Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Maratha Mandir Replaces Dunki

মারাঠা মন্দির থেকে সরল ‘ডানকি’! দ্বিতীয় দিনেই দুঃসংবাদ শাহরুখ-ভক্তদের জন্য

শাহরুখের ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ‘ডানকি’ যে শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে না, সেটা আগেই অনুমান করা গিয়েছিল।

মারাঠা মন্দির থেকে সরল ‘ডানকি’! দ্বিতীয় দিনেই দুঃসংবাদ শাহরুখ-ভক্তদের জন্য

শেষ আপডেট: 23 December 2023 14:19

দ্য ওয়াল ব্যুরো: প্রায় ২৮ বছর পুরনো একটা ছবি এখনও চলে মুম্বইয়ের মারাঠা মন্দির সিনেমাহলে। ছবিটির নাম ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রতিদিন সকালবেলা এই ছবিটি দেখতে আজও প্রেক্ষাগৃহে ভিড় করেন শাহরুখ-ভক্তরা। এবার এই সিনেমাহল থেকেই সরে গেল শাহরুখ খানের নতুন ছবি ‘ডানকি’। তাও আবার দ্বিতীয় দিনেই। যা তাঁর ভক্তদের কাছে বড়সড় দুঃসংবাদের মতোই।

হিন্দি সিনেমা, বিশেষত শাহরুখ খানকে নিয়ে যাঁরা অল্প হলেও খোঁজখবর রাখেন, তাঁদের কাছে মুম্বই সেন্ট্রালের মারাঠা মন্দির সত্যিই যেন এক তীর্থস্থান। শাহরুখ-ভক্তদের কাছে এই প্রেক্ষাগৃহটি যেখানে সবসময়ই স্পেশ্যাল, সেখানেই এবার তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হল। মাত্র দুদিনের মধ্যেই তাঁর নতুন সিনেমা ‘ডানকি’ নামিয়ে দেওয়া হয়েছে। বদলে জায়গা পেয়েছে প্রভাসের ‘সালার’।

চলতি বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ‘ডানকি’ যে শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে না, সেটা আগেই অনুমান করা গিয়েছিল। কারণ, প্রথম দু’টি ছবি ছিল বিশাল বাজেটের দুর্ধর্ষ অ্যাকশন সিনেমা। শেষেরটি স্বল্প বাজেটের (তাও ১৫০ কোটি) সামাজিক বার্তাবাহী ছবি। এই দু’ধরনের ছবি দেখার দর্শক আলাদা। তাই ‘ডানকি’ ধীরে ধীরে দর্শক টানবে তা জানাই ছিল।

তবে শুরু থেকে দর্শক সংখ্যা কম হওয়ায় খানিকটা হলেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে ‘ডানকি’-কে। এই যেমন দর্শকদের আগ্রহ তেমন নেই বলেই মারাঠা মন্দির ‘ডানকি’র শো বাতিল করে তার বদলে ‘সালার’ দেখাচ্ছে। এরকমটা আরও অনেক হলেই হচ্ছে। কিন্তু যে মারাঠা মন্দিরে আজও শাহরুখের ‘ডিডিএলযে’ চলে, সেখান থেকেই ‘ডানকি’ সরে যাওয়ায়, তা বেশি প্রভাব ফেলেছে।


ভিডিও স্টোরি