শেষ আপডেট: 3rd March 2025 11:41
তাঁরা 'খোকাবাবু' নন। তাঁরা ইন্ডাস্ট্রির দুঁদে পরিচালক। আর সেই পরিচালকদের মধ্যেই হঠাৎই 'প্রত্যাবর্তন'-এর হিড়িক। টলিউডের অন্দরে শনিবার ঘটে যাওয়া এক সান্ধ্য মিটিংয়ে অচিরেই ঘটে গেল বেশ কিছু ঘটনা। আর সেই ঘটনারই হদিশ দিচ্ছে দ্য ওয়াল।
তারিখটা ছিল ২৫ ফেব্রুয়ারি। দ্য ওয়ালের তরফেই প্রথম জানানো হয়, ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ নতুন পরিচালক গিল্ড ছেড়ে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অর্থাৎ পুরনো পরিচালক গিল্ডে ফিরতে চলেছেন টলিউডের বেশ কিছু স্বনামধন্য পরিচালক। তালিকায় রয়েছে খোদ সৃজিত মুখোপাধ্যায়ের নামও! সে সময় সৃজিত এ নিয়ে মুখ না খুললেও অবশেষে দ্য ওয়ালের খবরেই শিলমোহর। শুধু সৃজিতই নন, হঠাৎ করেই ঘর ওয়াপসির ঢল নামল যেন।
পুরনো বনাম নতুন
টলিউডের অন্যতম উল্লেখযোগ্য গিল্ড হল ফেডারশন। যার সভাপতি স্বরূপ বিশ্বাস। এই ফেডারেশনের আওতায় এই সময়ে রয়েছে দুটো পরিচালক গিল্ড। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, যা সবচেয়ে পুরনো। সত্যজিৎ রায় থেকে তরুণ মজুমদার ছিলেন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্য। আর দ্বিতীয়টি ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'। প্রায় পাঁচ বছর আগের পরিচালকদের মধ্যেই এক মতানৈক্যের কারণে নতুন পরিচালক সংগঠন অর্থাৎ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র জন্ম। পুরনো ডিরেক্টর্স গিল্ড অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন থেকে সে সময় বহু পরিচালক যোগ দিয়েছিলেন নতুনটিতে।
ফেডারশন ও নতুন গিল্ডের ঝামেলা
বিগত বছর দেড়েক ধরে ফেডারেশনে সঙ্গে নতুন গিল্ডের মতানৈক্য লেগেই ছিল। কখনও রাহুল মুখোপাধ্যায়ের ছবি নিয়ে ঝামেলা, কখনও ফেডারেশনের আওতাভুক্ত টেকনেশিয়ানদের কাজে না নেওয়ার অভিযোগ, কখনও টেকনিশিয়ানদের কাজ না করার সিদ্ধান্ত, কখনও আবার পরিচালকদের কাজ থেকে দূরে রাখার সিদ্ধান্ত-- ক্ষতি হচ্ছিল টলিউডেরই। বিগত দেড় বছরে কম করে দু'বার কর্মবিরতি দেখা দিয়েছে টলিপাড়ায়। প্রথম বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পর সমস্যা মেটে। দ্বিতীয় বার রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন।
দলে দলে যোগদান
এ সবের মধ্যেই এই ওয়াপসির ঘটনা। পুরনো গিল্ডের ভাপতির পদে এই মুহূর্তে আসিন বর্ষীয়ান পরিচালক স্বপন সাহা। অন্যদিকে পুরনো পরিচালক গিল্ডের নতুন কার্যকরী সভাপতি অনুপ সেনগুপ্ত। দ্য ওয়ালকে অনুপ বললেন, "পুরনো গিল্ড একটা ঐতিহ্য। সৃজিত-অরিন্দম সহ প্রায় ৫০ জন পরিচালক আবার ফিরে এসেছেন। ফেডারেশনের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমি ব্যক্তিগত ভাবে ৩৬ টা ছবি করেছি। কোনওদিন ফেডারেশনের সঙ্গে ঝামেলার সম্মুখীন হইনি। ওরা আমাদের ভাইয়ের মতো, আমাদের পরিবার। আর স্বরূপ? ও খুব ভাল ছেলে।" পুরনো সংগঠনের প্রধান উপদেষ্টা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। তবে কি নতুন পরিচালক গিল্ডের সঙ্গে স্বরূপের আড়ি? তাঁকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে পাওয়া যায়নি।
সৃজিতের বক্তব্য
গোটা ব্যাপারটাকে 'যোগদান' তকমা দিতে নারাজ সৃজিত। তাঁর মতে তিনি বরাবরই পুরনো গিল্ডের সদস্য ছিলেনই। দ্য ওয়ালকে সৃজিত বললেন, "নতুন করে কিছুই যোগদান করিনি। পুরনো গিল্ডের কার্ড রি-নিউ করিয়েছি। আমার নতুন গিল্ডেরও কার্ড আছে।" প্রশ্ন হল, দু'টি গিল্ডেই কি একসঙ্গে সদস্যপদ রাখা যায়? অনুপের কথায়, "ব্যাপারটা আলোচনাসাপেক্ষ। আগামী দিনে কী হবে সেটা কথা বলে ঠিক করতে হবে।"
অরিন্দম কী বলছেন?
নতুন পরিচালক গিল্ডের তরফে বরখাস্ত করা হয় তাঁকে। পুরনো গিল্ডের আগাগোড়াই সদস্য ছিলেন অরিন্দম। তাঁর কথায়, "আমি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্য। আমাদের প্রায় সাড়ে সাতশোর উপর সদস্য, এখন তা আরও বাড়ছে। আরও অনেকেই ইতিমধ্যে সদস্য হয়েছেন বা হচ্ছেন। আমি বেশি বিশদে কিছু জানি না।"
টলিউডের অন্দরে আচমকাই যেন বদলে যাচ্ছে চিত্রটা। কেউ হাত ধরছেন, কেউ ঘুরে দাঁড়াচ্ছেন, কেউ বা আবার মুখ ঘোরাচ্ছেন। টলিপাড়ার অন্দরেই পরিবর্তনের ডাক, নিন্দুকেরা মুখ টিপে বলছেন, 'পরিবর্তন বড্ড মেনস্ট্রিম, প্রত্যাবর্তনই এখন 'ইন'।