শেষ আপডেট: 11th December 2023 21:35
দ্য ওয়াল ব্যুরো: নিজের অভিনয় গুণে তিনি সবসময়ই দর্শকের মন জয় করেছেন। দু'মিনিটের জন্যও পর্দায় এলেও বুঝিয়ে দেন তিনি কত বড় মাপের অভিনেতা। সেই মনোজ বাজপেয়ীর যে বাংলা ছবি নিয়ে এত আগ্রহ আছে, তা ক'টা বাঙালির জানা ছিল। সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়ে নিজের বাংলা ছবির প্রতি প্রেমের কথা জানালেন মনোজ। শুধু তাই নয়, বলি অভিনেতা অকপটে জানালেন, সুযোগ পেলে বাংলা ছবিতেও কাজ করবেন তিনি।
হিন্দি ছবির পাশাপাশি মনোজকে তামিল, তেলেগু ছবিতেও অভিনয় করতে দেখা গেছে। কিন্তু বাংলা ভাষায় ছবিতে এখনও দেখা যায়নি তাঁকে। এদিন কলকাতায় এসে মনোজ বলেন, 'তামিল, তেলুগুর থেকে অনেক সহজ বাংলা ভাষা। তাই বাংলায় ছবি করার ইচ্ছে আছে। যদি কোনও পরিচালক আমায় সুযোগ দেন আমি করতে রাজি।'
অনেক বলি অভিনেতাই বাংলা ভাষায় ছবি করেছেন। এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সলমন খানকে অনুরোধ করেন, যাতে পশ্চিমবঙ্গে এসে ছবি তৈরি করেন। মুখ্যমন্ত্রীকে 'কথা' দেন ভাইজান। এদিন মনোজ শুধু বাংলায় এসে ছবি করা নয়, এই ভাষায় ছবিতে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ করলেন।
চলচ্চিত্র উৎসবে বেশ খোশমেজাজেই ধরা দিলেন মনোজ। সেইসঙ্গে নিজের জীবনের কিছু অজানা কথাও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। বলিউডে সাফল্য পেতে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে মনোজকে তা প্রায় সকলেরই জানা। আজও তিনি অক্লান্ত পরিশ্রম করে যান। তবে একটা সময় এমন হয়েছিল যে, নিজেকে শেষ করে দেবেন ভেবেছিলেন অভিনেতা।
ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করে অভিনয় জগতে আসার ইচ্ছে ছিল মনোজের। কিন্তু এই প্রতিষ্ঠানে সুযোগ পাওয়া সহজ নয়। প্রথমবার প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণই হতে পারেননি মনোজ। এমন কঠিন সময়ে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে মনে জেগেছিল তাঁর, এদিন নন্দনে সাংবাদিক বৈঠকে এমনই জানান তিনি। তবে সব প্রতিকূলতা কাটিয়ে নিজের স্বপ্নের দিকে ধীরে ধীরে পা বাড়িয়েছেন মনোজ। অনেক বাধা টপকে আজ তিনি প্রতিষ্ঠা পেয়েছেন চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রিতে।