শেষ আপডেট: 23rd January 2024 14:38
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী অভিনীত 'কিলার স্যুপ'। কঙ্কনা সেন শর্মার বিপরীতে অভিনেতার এই সিরিজ ইতিমধ্যেই যথেষ্ট প্রশংসিত হয়েছে। সূত্রের খবর অনুযায়ী 'কিলার স্যুপ'-ই এখন ভারতীয়দের দেখার তালিকায় রয়েছে প্রথম দিকে।
এরই সঙ্গে আরও একটি ভালো খবর দিলেন অভিনেতা। রাম রেড্ডি পরিচালিত 'দ্য ফেবল' সিনেমাটি দেখানো হবে এবার বার্লিন চলচ্চিত্র উৎসবে। এই সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনোজ।
গত ৩০ বছরে মাত্র দুটি ভারতীয় সিনেমা জায়গা পেয়েছে এই উৎসবে। তারমধ্যে একটি 'দ্য ফেবল'। ৭৪তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিনেই এই সিনেমা দেখানো হবে বলে শোনা গেছে।
'গ্যাংগস অফ ওয়াসেপুর'-এর অভিনেতা খুশি এই খবরে। সংবাদ মাধ্যমকে বলেন, 'ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। রাম রেড্ডির মত একজন ক্রিয়েটিভ পরিচালকের সঙ্গে কাজ করলে অনেক কিছু জানা যায়। বার্লিনে এই ছবি দেখানো হলে সারা পৃথিবীর কাছে এটি পৌঁছে যাবে। সবাই জানতে পারবে ভারতীয় ছবির গল্প বলার ধরনে বিশেষত্ব আছে।‘
View this post on Instagram
পরিচালক রাম বলেন, 'দ্য ফেবল’ শুধু একটা সিনেমা নয়, একে আমার হৃদয়ের একটা অংশ বলা যেতে পারে। মনোজ বাজপেয়ী তো আছেনই, সঙ্গে বাকি যাঁরা এই ছবির সঙ্গে আছেন তাঁদের জন্যই সবটা সম্ভব হয়েছে। বার্লিনে এটা যে নির্বাচিত হয়েছে সেটা আমার কাছে বিশাল ব্যপার। গোটা বিশ্ব আমাদের এই ছবির সাক্ষী থাকতে পারবে। তার থেকেও বড় কথা, আমার গল্প সবার কাছ অবধি পৌঁছাবে।‘
সম্প্রতি মনোজের 'জোরাম' ছবিটিকে অস্কারের সিনেমার লাইব্রেরিতে যোগ করা হয়েছে। সেই প্রসঙ্গে জানতে চাইলে উনি বলেন, 'আমি কাজ করি আমার ভাল লাগে বলে। কাজটাকে ভালোবেসে করি। দিনের শেষে আমি আমার নিজের সবচেয়ে বড় সমালোচক। আমি জানি আমার কতদূর যাওয়ার ক্ষমতা আছে বা নেই! কার কোথায় খামতি সেটা নিজেকেই বুঝতে হবে, আর এটা রোজ করে যেতে হবে, সেটাই সবচেয়ে কঠিন'।
View this post on Instagram
মিলাপ জাভেরির পরিচালনায় ওনার পরবর্তী ছবি 'রাখ' মুক্তি পেতে চলেছে চলতি বছরেই।