Latest News

ফের জুটি বাঁধবেন শাহরুখ-মণিরত্নম! ‘দিল সে’-র ২৩ বছর পর নতুন কাজের ইঙ্গিত

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৮ সালের অগস্ট মাস। স্বাধীনতা দিবসের পরপরই দেশজুড়ে মুক্তি পেল শাহরুখ-মনীষা অভিনীত ‘দিল সে’ (Dil Se)। সেই প্রথম এবং সেই শেষ। এরপর আর পরিচালক মণিরত্নমের (Mani Ratnam) সঙ্গে কাজ করতে দেখা যায়নি ‘বাদশা’কে (Shah Rukh Khan)। এমন নয় যে ‘দিল সে’ ব্যর্থ হয়েছিল… বরং সমালোচক-দর্শক দুই মহলেই সমান জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। তাই এই জুটিকে আর কি ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে? প্রশ্ন উঠতেই পরিচালকের সটান জবাব, ‘শাহরুখ চাইলেই হবে।’

‘দিল সে’-র পরেও বলিউডে একের পর এক মারকাটারি ছবি বানিয়েছেন মণিরত্নম। ‘যুবা’, ‘গুরু’, ‘রাবণ’-এর মতো ছবি বানালেও দেখা মেলেনি শাহরুখের। বরং তিনটি ছবিতেই ছিলেন অভিষেক বচ্চন। বলা যায়, মণিরত্নমের হাত ধরেই কেরিয়ারের নতুন দিশা খুঁজে পেয়েছিলেন জুনিয়র বচ্চন। তাহলে কি আর কোনওদিনই শাহরুখকে নিয়ে কোনও ছবি তৈরি করবেন না মণি! প্রশ্ন ছিল অনুরাগীদের মধ্যেও। তবে সম্প্রতি নিজের আগামী ছবি ‘পোন্নিয়ান সেলভান ১’-এর প্রোমোশনে এসে শাহরুখের সঙ্গে ফের ছবি করার ইচ্ছাপ্রকাশ করলেন পরিচালক মশাই।

দীপিকা পাড়ুকোন হাসপাতালে ভর্তি, কেমন আছেন অভিনেত্রী

মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে মণিরত্নম জানালেন, ‘শাহরুখের সঙ্গে আমি আবার ছবি করতে চাই। একটা আইডিয়াও মাথায় আছে। তবে তার জন্য দারুণ একটা চিত্রনাট্য লিখতে হবে। না হলে শাহরুখকে রাজি করানো যাবে না। খুব শীঘ্রই ওকে নিয়ে একটা ছবি তৈরি করব। তাই শাহরুখ চাইলেই আবার একসঙ্গে কাজ হবে।’

প্রসঙ্গত, মণিরত্নমের এই ছবির মাধ্যমেই বছর তিনেক পর বড়পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন। উল্লেখ্য, এই নিয়ে ঐশ্বর্যের সঙ্গে চারটি ছবিতে কাজ করলেন মণিরত্নম। ‘ইরুভার’ থেকে শুরু হয়েছিল দুজনের একসঙ্গে কাজ। এরপর একে একে এসেছে ‘গুরু’, ‘রাবণ’। আর এবার ‘পোন্নিয়ান সেলভান’।

You might also like